Breaking News

নিরস্ত্র ও মানসিক প্রতিবন্ধী এক ফিলিস্তিনিকে শহীদ করেছে ইসরায়েলি বাহিনী

পূর্ব জেরোজালেমে নিরস্ত্র ও মানসিক প্রতিবন্ধী এক ফিলিস্তিনি যুবককে গুলি করে শহীদ করেছে ইহুদিবাদী ইসরায়েলি বাহিনী।শনিবার (৩০ মে) ইসরায়েলি সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল এ তথ্য জানিয়েছে।

শহীদ যুবকের নাম আইয়াদ এলখালাক। সে পূর্ব জেরুজালেমের ওয়াদি জোজের বাসিন্দা।পারিবারিক সূত্রে জানা গেছে যে সে মানসিক প্রতিবন্ধী ছিলো।

টাইমস অব ইসরায়েলের প্রতিবেদনে বলা হয়েছে, জেরুজালেমের ওল্ড সিটিতে সীমান্ত পুলিশ কর্মকর্তা ওই যুবকের হাতে একটি পিস্তল রয়েছে বলে সন্দেহ করার পর তাকে লক্ষ্য করে গুলি চালায়।

তবে ইস্রায়েলের বিভিন্ন সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, নিরস্ত্র অবস্থায় পাওয়া এই ব্যক্তিকে ধাওয়া করার সময় গুলি করে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী।

এ ব্যাপারে ইসরায়েলি পুলিশ এক বিবৃতিতে বলেছে, ফিলিস্তিনি ওই ব্যক্তির হাতে সন্দেহজনক একটি জিনিস ছিলো যা পিস্তলের মতো দেখাচ্ছিলো। তাকে থামার নির্দেশ দিলে সে পালিয়ে যাওয়ার চেষ্টা করে।

ফিলিস্তিনের প্রতিরোধ দল ​​হামাস এই হত্যাকাণ্ডকে সন্ত্রাসী আচরণ বলে অবিহিত করেছে ও এর তীব্র নিন্দা জানিয়েছে। হামাসের মুখপাত্র হাজেম কাসেম এক বিবৃতিতে বলেছেন, “এই ধরনের অপরাধগুলি সবসময় জনগণের বিপ্লবকে উজ্জীবিত করবে।”

Check Also

জুলুম থেকে বাঁচতে মহানবী (সা.) যে দোয়া পড়তে বলেছেন

মহানবী (সা.) যেকোনো ধরনের জুলুম থেকে বাঁচতে আল্লাহর কাছে আশ্রয় চেয়ে একটি দোয়া পড়তে বলেছেন। …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *