Breaking News

ফিলিস্তিনি হ’ত্যায় ক্ষমা চাইলেন ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী

ফিলিস্তিনি যুবককে গুলি করে হত্যার ঘটনায় রবিবার ক্ষমা চেয়েছেন ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী নাফতালি বেনেট। জানা গেছে, ইসরায়েল পুলিশ নির্মমভাবে যাকে গুলি করে হত্যা করেছে, ওই যুবক ছিলেন নিরস্ত্র ও প্রতিবন্ধী।

জেরুসালেমে ৩২ বছর বয়সী আইয়াদ হালেককে শনিবার ইসরায়েল পুলিশ গুলি চালিয়ে হত্যা করে। তবে এ ব্যাপারে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু কোনো মন্তব্য করেননি।

অবশ্য ইসরায়েলের বিকল্প প্রধানমন্ত্রী বেনি গেনজ বলেন, আইয়াদ হালেককে গুলি করে হত্যা ঘটনায় আমরা খুবই দুঃখিত। তার পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি।

তিনি আরো বলেন, আমি নিশ্চয়তা দিচ্ছি যে- বিষয়টি তদন্ত করে দেখা হবে এবং সে অনুসারে সিদ্ধান্ত নেওয়া হবে।

হালেকের স্বজনরা বলছেন, তিনি ছিলেন প্রতিবন্ধী। প্রতিবন্ধীদের স্কুলে যাওয়ার সময় তাকে গুলি করে হত্যা করেছে ইসরায়েল পুলিশ।

এদিকে ইসরায়েল পুলিশেল দাবি, হালেকের কাছে পিস্তলের মতো দেখতে কিছু ছিল বলে সন্দেহ হয়েছিল। তাকে থামার নির্দেশ দেওয়া হলেও তা মানতে ব্যর্থ হন হালেক। তখন পুলিশ কর্মকর্তারা গুলি চালিয়ে দেয়। যদিও পরে পুলিশের মুখপাত্র মিকি রোজেনফিল্ড বলেছেন, হালেকের কাছে কোনো অস্ত্র পাওয়া যায়নি।

Check Also

জুলুম থেকে বাঁচতে মহানবী (সা.) যে দোয়া পড়তে বলেছেন

মহানবী (সা.) যেকোনো ধরনের জুলুম থেকে বাঁচতে আল্লাহর কাছে আশ্রয় চেয়ে একটি দোয়া পড়তে বলেছেন। …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *