করোনা ভাইরাসের কারণে প্রতিদিনই কোন না কোন হৃদয় বিদারক সংবাদ নজরে আসে। এবার ভারতের উড়িষ্যার একটি ঘটনা মানুষের মনে অন্যরকম পিড়া দিয়েছে। হাসপাতাল থেকে মৃত মায়ের লাশ বাড়িতে নিয়ে যেতে অন্য রকম পাষন্ডের পরিচয় দিয়েছে ২ ভাই।
অসুস্থ মা হাসপাতালে মারা গেছেন । মৃতদেহ সৎকারের জন্য বাড়ি নিতে হবে। এম্বুলেন্স অথবা অন্য কোনো যানবাহনে লাশ পরিবহনে জন্য লাগবে প্রচুর টাকা । যা তাদের সামর্থ্যের বাহিরে ছিল ।
তাই সন্তানরা খরচ বাঁচাতে বুদ্ধি বের করলো। তারা দুই ভাই মিলে একটা বড় রেক্সিনের বস্তা আনলো। আর তাতে মৃতদেহ ঢুকানোর সময় দেখা গেলো মায়ের দেহটির হাত পা শক্ত হয়ে জমে গেছে। দুই সন্তান মিলে মৃত মায়ের হাত পা মুচড়ে ভেঙ্গে গুটিয়ে দেহটি বস্তায় ভরে কাঁধে চড়িয়ে হেঁটে রওয়ানা হলো বাড়ির দিকে।
এমন হৃদয় বিদারক ঘটনা ঘটেছে ভারতের উড়িষ্যার একটি হাসপাতালে। যা সামাজিক যোগাযোগ মাধ্যমে যা ভাইরাল হয়েছে ।