একজন কৃষ্ণাঙ্গকে হত্যার জেরে বিক্ষোভে ফেটে পড়েছে যুক্তরাষ্ট্রের মানুষ। ১৬টি অঙ্গরাজ্যে কারফিউ জারি করতে বাধ্য হয়েছে প্রশাসন। এমন অবস্থায় বিক্ষোভকারীদের দিকে তীর নিক্ষেপ করে ধরা খেলেন এক বৃদ্ধ। তাকে গণপিটুনির শিকার হতে হয়েছে।
মার্কিন গণমাধ্যম সিএনএন জানিয়েছে, শনিবার (৩০ মে) সল্ট লেক সিটিতে এ তীর নিক্ষেপ ও গণপিটুনির ঘটনা ঘটে। এক নারী ঘটনার ভিডিও ধারণ করেন এবং পরে তা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেন।
ভিডিওতে দেখা যাচ্ছে, তীর-ধনুক হাতে এক বৃদ্ধ গাড়ি থেকে নেমে তীর ছোড়ার জন্য প্রস্তুত হচ্ছেন। সংক্ষিপ্ত আলাপে এক নারী তাকে প্রশ্ন করছেন, আপনি সিরিয়াস? জবাবে বৃদ্ধ বলে, হ্যাঁ ছুড়ছি। এটি বলে সত্যি সত্যি তীর দিয়ে হামলা করেন।
জর্জ ফ্লয়েড নামের এক কৃষ্ণাঙ্গ ব্যক্তিকে পুলিশ শ্বাসরোধ করে হত্যার পর যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঞ্চলে বিক্ষোভ শুরু হয়েছে। কয়েকটি অঞ্চলে পুলিশের সঙ্গে সাধারণ মানুষের তুমুল সংঘর্ষের খবর পাওয়া গেছে।