বাগেরহাটের চিতলমারী উপজেলার শিবপুর গ্রামে এক কিশোরকে পিটিয়ে হ’ত্যা করেছে গ্রামেরই পরিচিত যুবকেরা। নি’হত কিশোরের নাম হাসিব শেখ (১৬)।
মাদ’কসেবনসহ পূর্ব বিরোধে তাকে হ’ত্যা করা হয়েছে বলে জানিয়েছে তার স্বজনরা।
হাসিব শেখের বড় ভাই মাসুম শেখ জানান, হাসিবকে শনিবার রাতে বাড়ি থেকে ডেকে নেয় গ্রামের কয়েক যুবক। রাত ১২টার দিকে হাসিব বাড়িতে ফিরে অসুস্থ হয়ে পড়ে। মাদ’ক সেবন করিয়ে তাকে মারপিট করা হয়েছে বলে হাসিব জানায়। তাকে চিতলমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে রোববার সকাল দশটার দিকে হাসিব মারা যায়।
চিতলমারী থানার ওসি মীর শরিফুল হক জানান, মাদ’কসেবী কিশোর হাসিব শেখ ব্লাড ক্যান্সারে আক্রান্ত ছিল। দুবছর ধরে তার চিকিৎসা চলছিল। মৃতদেহে মারপিটের চিহ্ন পাওয়া গেছে। মৃত্যুর সঠিক কারণ জানতে লাশের ময়নাতদন্ত করা হচ্ছে। মামলা দায়ের প্রক্রিয়াধীন রয়েছে।