সিলেটে করোনায় মারা যাওয়া নার্সেস কর্মকর্তা রুহুল আমিনের একমাত্র ছেলের পড়ালেখার দায়িত্ব নিলেন পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন। মন্ত্রীর ঘনিষ্টজন কায়েস চৌধুরী ও ব্যক্তিগত কর্মকর্তা শফিউল আলম জুয়েল গণমাধ্যমকে জানিয়েছেন-
পররান্ত্রমন্ত্রী তার ব্যক্তিগত তহবিল থেকে রুহুল আমিনের ছেলের পড়ালেখার জন্য তাঁর স্ত্রীর নামে ২ লাখ টাকার সঞ্চয়পত্র কিনে দেওয়ার ঘোষনা দিয়েছেন। যেটি দিয়ে সিলেট জালালাবাদ ক্যান্টনমেন্ট স্কুলের ৭ম শ্রেণীতে পড়ুয়া তাঁর ছেলে আলীফের দৈনন্দিন পড়ালেখার খরচ চলবে। সেই সঙ্গে তার টিউশন ফি ও একাডেমিক সকল ব্যয় মওকুফের উদ্যোগ নিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী।
এদিকে, নার্সিং কর্মকর্তা রুহুল আমিনের পরিবারের পাশে দাঁড়ানোয় পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডা. মো. ইউনুছুর রহমান ও উপ পরিচালক ডা. হিমাংশু লাল রায়।
এছাড়াও পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন বাংলাদেশ নার্সেস এসোসিয়েশন সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল শাখার সভাপতি শামীমা নাসরিন ও সাধারণ সম্পাদক ইসরাইল আলী সাদেক। এক বিবৃতিতে শামীমা নাসরিন ও ইসরাইল আলী সাদেক বলেন- পররাস্ট্রমন্ত্রী পাশে থাকার কারনে সিলেটের করোনা যুদ্ধারা মনোবল পাচ্ছেন। এজন্য তারা মন্ত্রীকে ধন্যবাদ জানান।