ভারতের ঝাড়খণ্ডে করোনার চিকিৎসায় নিয়োজিত এক ডাক্তারের বিরুদ্ধে ধর্ষণচেষ্টার অভিযোগ এনেছেন আরেক নারী চিকিৎসক। ঝাড়খণ্ডের রাঁচির রাজেন্দ্র ইনস্টিটিউট অব মেডিক্যাল সায়েন্সেসে এই ঘটনা ঘটে। তরুণী চিকিৎসকের অভিযোগের ভিত্তিতে অভিযুক্তের বিরুদ্ধে পুলিশে এফআইআর দায়ের করেছেন সরকারি হাসপাতালের কর্মকর্তা।
ভারতের স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে জানা যায়, রাজেন্দ্র ইনস্টিটিউট অব মেডিক্যাল সায়েন্সেসের করোনা ওয়ার্ডে নিযুক্ত ছিলেন অভিযুক্ত চিকিৎসক ও ওই তরুণী। ২১ থেকে ২৭ মের মধ্যে করোনা ওয়ার্ডে নিযুক্ত ছিলেন তারা।
তরুণীর অভিযোগ, বুধবার রাতে তার শ্লীলতাহানির পর ধর্ষণচেষ্টা করেন সিনিয়র ওই চিকিৎসক। তরুণীর অভিযোগের ভিত্তিতেই বারিয়াউতু পুলিশ থানায় খবর দেন রাজেন্দ্র ইনস্টিটিউট অব মেডিক্যাল সায়েন্সেসের ডিরেক্টর ড. ডি কে সিং। তিনি জানিয়েছেন, আমরা ইন্টারন্যাল কমিটি গঠন করতেও রাজি রয়েছি। আপাতত পুলিশে জানানো হয়েছে।
এফআইআর হলেও এখনো অভিযুক্তকে গ্রেপ্তার করেনি পুলিশ। তদন্তের পরই ব্যবস্থা নেওয়া হবে বলে জানানো হয়েছে পুলিশের পক্ষ থেকে। যদিও শুক্রবার জুনিয়র চিকিৎসকদের একটি প্রতিনিধি দল থানায় গিয়ে অবিলম্বে অভিযুক্তকে গ্রেপ্তারের দাবি জানিয়েছে।