সম্প্রতি উদযাপিত ঈদুল ফিতরের আনন্দে মদপান করে কিশোরের মৃত্যুর ঘটনা ঘটেছে নারায়ণগঞ্জের রূপগঞ্জে। শুক্রবার ভোরে হাসপাতালে নেয়ার সময় শাওন নামের (১৯) ওই কিশোরের মৃত্যু হয়।তবে শাওনের সঙ্গে থাকা বাকি দুই কিশোরকে হাসপাতাল থেকে চিকিৎসা শেষে বাড়ি ফিরেছে।
নি’হত শাওন গোলাকান্দাইল বাঘমোচড়া এলাকার দেজ্জাল মিয়ার ছেলে।ভুলতা ফাঁড়ির ইনচার্জ আমিনুল ইসলাম জানান, ঈদের পর দিন মঙ্গলবার রাতে দুই বন্ধু শাওন মিয়া ও ইমরান মিয়া গোলাকান্দাইল এলাকার চোলাই মদ কারবারী শাহিনের কাছ থেকে মদ কিনে তার ঘরে বসেই পান করে।
স্থানীয় আরেক মাদ’ক কারবারী নান্নু তাদের সঙ্গ দেয়। মঙ্গলবার রাতে মদ পানের পর থেকেই ওই তিন কিশোর অসুস্থ হয়ে পড়ে।শুক্রবার ভোরে গুরুতর অবস্থায় তাদের মাতুয়াইল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শাওনকে মৃত ঘোষণা করেন। অসুস্থ অপর দুই কিশোরকে হাসপাতালে চিকিৎসা শেষে বাড়িতে আনা হয়েছে।