ভারতীয় জি বাংলার সারেগামাপা অনুষ্ঠানের মাধ্যমে আলোচনায় আসেন মাঈনুল আহসান নোবেল। কিন্তু এরপর থেকে একের পর এক সমালোচনায় জড়াচ্ছেন তিনি। দেশের মিউজিক ইন্ডাস্ট্রিকে চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছেন তিনি। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নামেও করেন বিরুপ মন্তব্য। কিন্তু সম্প্রতি নোবেল জানালেন, এসবই করেছেন তার পরবর্তী গান ‘তামাশা’-এর প্রচারের জন্য।
নিজের ফেইসবুক পেজে বৃহস্পতিবার বিকেলে এই ঘোষণা দেন নোবেল। তিনি জানান, ‘তামাশা’ থেকে পাওয়া অর্থ ঘূর্ণিঝড় আম্পুনে ক্ষতিগ্রস্ত বাংলাদেশ ও ভারতের মানুষদের জন্য ব্যয় করবেন।
নোবেল লিখেছেন- ‘‘আমি ইচ্ছাকৃতভাবে এই নেতিবাচক প্রচারটি করেছি। যাতে করে আমার পরবর্তী গান ‘তামাশা’-এর প্রচুর ভিউ হয় এবং অনেক অর্থ আয় হয়। যাতে এই অর্থ বাংলাদেশ ও ভারতে করোনায় আক্রান্ত এবং ঘূর্ণিঝড় আম্পানে ক্ষতিগ্রস্তদের জন্য ব্যয় করতে পারি।’
তিনি আরো লেখেন, দুর্দশাগ্রস্ত মানুষদের সহযোগিতার জন্য একটা ফান্ড গড়ার উদ্দেশ্যে আমি এমন নেতিবাচক মন্তব্য করি। মানুষ আমার কনটেন্ট নিয়ে আরো বেশি নেতিবাচক ও ইতিবাচক প্রতিক্রিয়া দেখাক। এতে করে গরীব মানুষ বেশি লাভবান হবেন।
এদিকে ভারতীয় প্রধানমন্ত্রীকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে কটাক্ষ করার অভিযোগে নোবেলের বিরুদ্ধে মামলা দায়ের করেছে ত্রিপুরার এক যুবক। ত্রিপুরার বিলোনিয়ার ওই যুবকের নাম সুমন পাল। তার অভিযোগের একটি প্রতিলিপি স্বরাষ্ট্রমন্ত্রণালয়, বাংলাদেশ হাই কমিশন ও স্থানীয় জেলার পুলিশ সুপারের কাছে পাঠানো হয়েছে। নোবেল ভারতে প্রবেশ করলেই গ্রেফতার হবে বলে জানায় ভারতীয় গণমাধ্যম।