মেহেরপুরের গাংনী উপজেলার বামন্দী বাজারের একটি বাড়ি থেকে সুন্দরী খাতুন (৫০) নামের এক নারীর অর্ধগলিত মরদেহের সন্ধান পেয়েছে পুলিশ।
বৃহস্পতিবার দুপুরে দুর্গন্ধ পেয়ে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। তাকে হ’ত্যা করা হয়েছে না আত্মহ’ত্যা তা এখনো নিশ্চিত নয় পুলিশ।সুন্দরী খাতুন বামন্দী বাজারে ঝাড়ু দেয়ার কাজ করতেন।সুন্দরী খাতুনের পিতার বাড়ি বামন্দীর পাশে নিশিপুর গ্রামে। কুষ্টিয়ার দৌলতপুরের জনৈক রুস্তম আলীর সাথে দ্বিতীয় বিয়ে করে বামন্দীর সাইদুর রহমানের বাসায় ভাড়া থাকতে সুন্দরী খাতুন।
স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, গলিত মরদেহের দুর্গন্ধ পেয়ে পুলিশকে খবর দেওয়া হয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহের সন্ধান পায়। ঘরের বাইরের ফটক তালাবন্ধ ছিল।ঘটনাস্থল থেকে গাংনী থানী থানার অফিসার ইনচার্জ (ওসি) ওবাইদুর রহমান বলেন, মরদেহ উদ্ধারের চেষ্টা চলছে। আত্মহ’ত্যা না হ’ত্যাকাণ্ড তা এখনো নিশ্চিত নই আমরা।