Breaking News

চাঁদাবাজির জন্য ঈদের দিন গ্রেফতার হলেন ছাত্রলীগ নেতা

মঈনুল হাসান রতন, হবিগঞ্জ প্রতিনিধি- হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে চাঁদাবাজির মামলায় ছাত্রলীগের সাবেক সহ-সম্পাদক অপু দত্তকে (২৭) গ্রেফতার করেছে পুলিশ।গ্রেফতার অপু দত্ত হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ পৌরসভার বড়চর গ্রামের অমল দত্তের ছেলে।

জানা যায়, সোমবার (ঈদের দিন) সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে শায়েস্তাগঞ্জ থানার এসআই কমলা কান্ত দাশের নেতৃত্বে একদল পুলিশ বড়চর এলাকায় অভিযান চালায়। এ সময় চাঁদাবাজি মামলার আসামি হবিগঞ্জ সদর উপজেলা ছাত্রলীগের সাবেক সহ-সম্পাদক অপু দত্তকে গ্রেফতার করা হয়।

মঙ্গলবার (২৬ মে) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন শায়েস্তাগঞ্জ থানার ওসি মো. মোজ্জামেল হোসেন।
উল্লেখ্য, গত ৩১ মার্চ শায়েস্তাগঞ্জ এগ্রো ফার্মের মালিক সৌরভ পাল চৌধুরীর কাছে চাঁদা চেয়ে না পেয়ে তার ওপর হা’মলা করেন প্রসেনজিৎ দেব, অপু দও ও ফরিদসহ একদল যুবক। এতে সৌরভ পাল চৌধুরী গুরুতর আ’হত হয়ে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নেন।

এর পরের দিন সৌরভের পালের বড় ভাই সৌমেন পাল চৌধুরী বাদি হয়ে উপজেলা ছাত্রলীগের সভাপতি প্রসেনজিৎ দেব, সাবেক ছাত্রলীগ নেতা অপু দত্ত, ফরিদ মিয়াসহ ৬ জনের নাম উল্লেখ করে মামলা দায়ের করেন।

Check Also

জুলুম থেকে বাঁচতে মহানবী (সা.) যে দোয়া পড়তে বলেছেন

মহানবী (সা.) যেকোনো ধরনের জুলুম থেকে বাঁচতে আল্লাহর কাছে আশ্রয় চেয়ে একটি দোয়া পড়তে বলেছেন। …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *