Breaking News

আফগানিস্তানে তালেবানের সঙ্গে ৩ দিনের যুদ্ধবিরতি

পবিত্র ইদুল ফিতর উপলক্ষে আফগান সরকারের সঙ্গে তিনদিনের যুদ্ধবিরতি ঘোষণা করেছে তালেবানরা। আজ রবিবার থেকে আফগানিস্তানে এই যুদ্ধবিরতি কার্যকর হবে বলে তালেবানদের পক্ষ থেকে জানানো হয়েছে।

তালেবানদের এই যুদ্ধবিরতিকে স্বাগত জানিয়ে আফগানিস্তানের প্রেসিডেন্ট আশরাফ গনি বলেছেন, তার সেনারা এই যুদ্ধবিরতিকে সম্মান দেখাবে।

এদিকে আফগান সরকার এবং তালেবানদের মধ্যে তিনদিনের এই যুদ্ধবিরতি আশার আলো দেখছেন বিশ্লেষকরা। বিশ্লেষকরা বলছেন, এই সাময়িক যুদ্ধবিরতি আফগানিস্তানে দীর্ঘকালীন শান্তি প্রতিষ্ঠায় ভূমিকা রাখতে পারে।

যদিও ২০১৮ সালে ঈদুল ফিতরে এমন একটি যুদ্ধবিরতির ডাক তালেবানদের পক্ষ থেকে দেয়া হলেও পরে সেটি আর বাড়ানো হয়নি। যুদ্ধববিরতির বিষয়ে তালেবান মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ শনিবার বলেন, শত্রুদের বিরুদ্ধে কোন আক্রমণাত্মক অপারেশন চালাবেন না। যদি কোন শত্রু আপনার ওপর হামলা করে তাহলে নিজেকে রক্ষা করুন।

Check Also

জুলুম থেকে বাঁচতে মহানবী (সা.) যে দোয়া পড়তে বলেছেন

মহানবী (সা.) যেকোনো ধরনের জুলুম থেকে বাঁচতে আল্লাহর কাছে আশ্রয় চেয়ে একটি দোয়া পড়তে বলেছেন। …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *