Breaking News

একে আজাদ করোনা আক্রান্ত, নিয়েছেন ‘প্লাজমা থেরাপি’

ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি এবং হা-মীম গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের ব্যবস্থাপনা পরিচালক একে আজাদ কোভিড-১৯ ভাইরাসে আক্রান্ত হয়েছেন। তিনি প্লাজমা থেরাপি নিয়েছেন বলে জানা গেছে।
২০ মে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) এ কে আজাদের শরীরে প্লাজমা থেরাপি দেয়া হয়। এখন তিনি বাসায় চিকিৎসা নিচ্ছেন।শনিবার সংশ্লিষ্ট চিকিতৎসক এ তথ্য নিশ্চিত করেছেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওই চিকিৎসক বলেছেন, গত ২০ মে সম্মিলিত সামরিক হাসপাতালে একে আজাদের শরীরে প্লাজমা দেয়া হয়।দেশে পরীক্ষামূলকভাবে প্লাজমা থেরাপি দিতে স্বাস্থ্য অধিদফতরের গঠিত কমিটির সদস্য ওই চিকিৎসক নাম প্রকাশ না করার শর্তে বলেন, ঢাকা মেডিকেলে প্রথম সংগ্রহ করা দুই ব্যাগ প্লাজমার এক ব্যাগ দেয়া হয়েছে একে আজাদকে।

বুধবার ওই প্লাজমার এক ব্যাগ দেয়া হয় মুগদা হাসপাতালে চিকিৎসাধীন ডা. ওয়াহিদুজ্জামান এবং অপরটি দেয়া হয় সিএমএইচে হা-মীম গ্রুপের এমডি এ কে আজাদকে। তারা এখন ভালো আছেন বলেও জানান চিকিৎসক।
এ বিষয়ে একে আজাদের ব্যক্তিগত সহকারী মো. নজরুল গণমাধ্যমকে বলেন, তিনি একটু অসুস্থ, এখন বাসায় অবস্থান করছেন।

ফরিদপুর জেলা আওয়ামী লীগের সহ সভাপতি আজাদ ছাত্রজীবনে যুক্ত ছিলেন বাম রাজনীতিতে। গত কয়েকটি নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশী হিসেবে আজাদের নাম সংবাদমাধ্যমে এলেও তার নির্বাচন করা হয়নি।

Check Also

জুলুম থেকে বাঁচতে মহানবী (সা.) যে দোয়া পড়তে বলেছেন

মহানবী (সা.) যেকোনো ধরনের জুলুম থেকে বাঁচতে আল্লাহর কাছে আশ্রয় চেয়ে একটি দোয়া পড়তে বলেছেন। …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *