Breaking News

সিসিক মেয়রের পিএস করোনায় আক্রান্ত | সংবাদ

সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) মেয়র আরিফুল হক চৌধুরীর ব্যক্তিগত সহকারী (পিএস) মুহিবুল ইসলাম ইমনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। শনিবার (২৩ মে) সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে সিসিক মেয়রসহ ১০২ জনের নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষার রিপোর্টে যে ১৮ জনের করোনা পজিটিভ এসেছে। তার মধ্যে মুহিবুল ইসলাম ইমনও রয়েছেন। মেয়রের ব্যক্তিগত সহকারী করোনা আক্রান্ত হওয়ায় তার সংস্পর্শে আসা মেয়রসহ কর্মকর্তারা আতঙ্কে রয়েছেন বলে জানা গেছে।

শনিবার (২৩ মে) রাতে মেয়রের সহকারী করোনা আক্রান্ত হওয়ার তথ্য নিশ্চিত করেন সিটি কর্পোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. জাহিদুল ইসলাম।

তিনি জানান, শনিবার সকালে মেয়র আরিফুল হক চৌধুরী ও প্রধান স্বাস্থ্য কর্মকর্তাসহ সিসিকের ১০ জনের নমুনা পরীক্ষা করানো হয়। এর মধ্যে মেয়র আরিফুল হক চৌধুরীর ব্যক্তিগত সহাকরী মুহিবুল ইসলাম ইমনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। তাকে নিজ বাসায় আইসোলেশনে রাখা হয়েছে। বর্তমানে তার শারীরিক অবস্থা ভালো আছে।

প্রসঙ্গত, করোনাভাইরাস শনাক্ত হওয়ার আগ পর্যন্ত মুহিবুল ইসলাম ইমন মেয়র আরিফুল হক চৌধুরীর ব্যক্তিগত সহকারী হিসেবে ত্রাণ বিতরণসহ মেয়রের সঙ্গে বিভিন্ন কার্যক্রমে সক্রিয় অংশ নিয়েছেন।

Check Also

জুলুম থেকে বাঁচতে মহানবী (সা.) যে দোয়া পড়তে বলেছেন

মহানবী (সা.) যেকোনো ধরনের জুলুম থেকে বাঁচতে আল্লাহর কাছে আশ্রয় চেয়ে একটি দোয়া পড়তে বলেছেন। …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *