দেশটিতে করোনা ভাইরাসের কারণে যাতায়াত ব্যবস্থা বন্ধ। কিন্তু রোগীকে নিতে হবে চিকিৎসা কেন্দ্রে। উপায় না পেয়ে শেষ পর্যন্ত রোজা অবস্থায় বৃদ্ধাকে নিজের পিঠে বহন করে নিয়ে গেলেন এক স্বাস্থ্যকর্মী। সম্প্রতি মালয়েশিয়ার এক স্বাস্থ্যকর্মীর এমন উদারতায় সামাজিক মাধ্যমে প্রশংসার বন্যা বইছে।
মালয়েশিয়ার ডিরেক্টর জেনালের অফ হেল্থ নুর হিসাম আবদুল্লা শনিবার (১০ মে) তার ফেসবুক পেজে ওই ঘটনার একটি ছবি পোস্ট করেন। পরে রোগীকে পিঠে করে নিয়ে যাওয়ার দৃশ্য ইতোমধ্যে দেশটির সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে।
নুর হিসাম আবদুল্লা ওই তথ্য শেয়ার করে জানান, এক স্বাস্থ্যকর্মী পিঠে করে এক বৃদ্ধাকে নিয়ে যাচ্ছেন। যে স্বাস্থ্যকর্মী বৃদ্ধাকে পিঠে করে করোনা পরীক্ষা কেন্দ্রে নিয়ে যাচ্ছেন তিনি রোজা রেখেছেন। আর তাদের সঙ্গে আর এক স্বাস্থ্যকর্মী, যিনি ওই মহিলার ওয়াকারটি নিয়ে হাঁটছেন পাশে পাশে। দুই স্বাস্থ্যকর্মীই পিপিই পরে রয়েছেন