আফগানিস্তানের পূর্বাঞ্চলে নানগারহার প্রদেশে জানাজা অনুষ্ঠানে আত্মঘাতী বিস্ফোরণে কমপক্ষে ৫০ জন ‘নিহত হয়েছে। এক পুলিশ কমান্ডারের জানাজায় ওই বোমা হা’মলায় আরো ৬০ জন আ’হত হয়েছে বলে জানা গেছে।
আল জাজিরা জানায়, আফগান প্রাদেশিক গভর্নরের কার্যালয় জানিয়েছে, আজ মঙ্গলবার দুপুরে দাফন অনুষ্ঠানের মাঝামাঝি সময়ে আত্মঘাতী কোনো হামলাকারী এ বোমার বিস্ফোরণ ঘটিয়েছে। কে বা কারা এ হা’মলা চালিয়েছে, তা নিশ্চিত জানা যায়নি। তবে বোমা হামলার দায় স্বীকার করেনি কোনো গোষ্ঠী বা সংগঠন।
জালালাবাদের সরকারি হাসপাতালের মুখপাত্র জাহের আদেল বলেছেন, বিস্ফোরণস্থলেই ১২ জনের মৃত্যু হয়েছে। এছাড়াও ৫০ জনেরও বেশি চিকিৎসাধীন আছেন।
নানগারহার প্রদেশ গভর্নরের মুখপাত্র আতাউল্লাহ খোগিয়ানি বলেন, ওই দাফন অনুষ্ঠানে গিয়ে বোমা হামলার শিকার হয়ে অন্তত ৫০ জনের মৃত্যু হয়েছে।
তিনি বলেন, সোমবার হার্ট অ্যাটাকে মারা যান স্থানীয় এক পুলিশ কমান্ডার শায়খ আকরাম। তার জানাজা ও দাফনে জড়ো হওয়া শতাধিক মানুষ বোমা হা’মলার স্বীকার হয়েছে।
আফগান সংসদ সদস্য হযরত আলী নামে এক এমপি জানাজায় উপস্থিত ছিলেন। ওই তিনি হামলায় আহত হলেও প্রাণে বেঁচে গেছেন।
উল্লেখ্য, রাজধানী কাবুলে গত মার্চের শেষদিকে একটি শিখ মন্দিরে বোমা হামলা চালিয়ে ২৫ জনকে হ’ত্যা করা হয়। আইএস এ হামলার দায় স্বীকার করেছিলো। সূত্র: আল জাজিরা