Breaking News

মমতাজকে নিয়ে ‘কটুক্তি’, গ্রে’প্তার ১

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে মানিকগঞ্জ -২ আসনের সংসদ সদস্য (এমপি) কণ্ঠশিল্পী মমতাজ বেগমকে নিয়ে কটুক্তি ও অপপ্রচারের অভিযোগে ডিজিটাল নিরাপত্তা আইনে করা মামলায় এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (১১ মে) রাতে মানিকগঞ্জের হরিরামপুর উপজেলা কালই এলাকা থেকে ওই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। পরে মঙ্গলবার দুপুরে তার সাত দিনের রি’মান্ড চেয়ে আদালতে পাঠিয়েছে হরিরামপুর থানা পুলিশ।

গ্রেপ্তার ফিরোজ আল মামুন (৫০) হরিরামপুর উপজেলার কালই এলাকার মৃত রমজান আলী মুনশির ছেলে।
মামলার এজাহার সূত্রে জানা যায়, আসামি ফিরোজ আল মামুন তার নিজ ফেসবুক আইডিতে এমপি মমতাজ বেগমকে নিয়ে কটূক্তি ও বিভিন্ন অপপ্রচার করে আসছিলেন। বিষয়টি হরিরামপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আজিম খানের দৃষ্টিগোচর হলে তিনি বাদী হয়ে ডিজিটাল নিরাপত্তা আইনে একটি মামলা করেন।

হরিরামপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আজিম খান বলেন, গত ৯ মে ফিরোজ আল মামুন নিজের ব্যবহারকৃত ফেসবুক আইডিতে সামাজিক এবং দলীয় ভাবমূর্তি ক্ষুন্ন করার প্রয়াসে বিভিন্ন ধরনের ভাষায় স্ট্যাটাস এমপি মমতাজকে নিয়ে দেয়। স্ট্যাটাসের কারণে সামাজিক যোগাযোগ মাধ্যমে মাননীয় সংসদ সদস্যসহ ক্ষমতাসীন আওয়ামি লীগ ও অঙ্গ সংগঠনের নেতা কর্মীদের জনসাধারনের ভাবমূর্তি ক্ষুন্ন হয়েছে। এধরনের আপত্তিকর এবং অশ্রাব্য মন্তব্যের কারণে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেছি।

হরিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুঈদ চৌধুরী জানান, ডিজিটাল নিরাপত্তা আইনে আসামি ফিরোজ আল মামুনকে গ্রেপ্তার করে সাত দিনের রি’মান্ড চেয়ে আদালতে পাঠানো হয়েছে।

Check Also

জুলুম থেকে বাঁচতে মহানবী (সা.) যে দোয়া পড়তে বলেছেন

মহানবী (সা.) যেকোনো ধরনের জুলুম থেকে বাঁচতে আল্লাহর কাছে আশ্রয় চেয়ে একটি দোয়া পড়তে বলেছেন। …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *