বগুড়ার শেরপুরে দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে করোনা ভাইরাসে কর্মহীন হয়ে পড়া হতদরিদ্র মানুষের মাঝে বিএনপির ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (১২ মে) সকালে শেরপুর উপজেলার টাউন কলোনী উচ্চ বিদ্যালয় ও উপজেলার সদর মডেল প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে শেরপুর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আরিফুর রহমান মিলনের সার্বিক তত্ত্বাবধানে এই বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন করেন শেরপুর পৌরসভার সাবেক মেয়র, বগুড়া জেলা বিএনপির সাবেক উপদেষ্টা আলহাজ্ব জানে আলম খোকা।
এ সময় উপস্থিত ছিলেন বিএনপি নেতা আপেল মাহমুদ, আকতার হোসেন, মির্জা নজরুল ইসলাম, রবিন খাঁন, যুবদল নেতা আব্দুর রাজ্জাক, আনোয়ার হোসেন, আশেক মাহমুদ রোমান, ছাত্রদল নেতা ফরহাদ হোসেন, তরিকুল ইসলাম সম্রাট প্রমূখ।
জানে আলম খোকা তার বক্তব্যে বলেন, বিশ্বব্যাপী মহামারী আকার ধারণ করেছে নভেল করোনা ভাইরাস। করোনার ভয়াল থাবা এসেছে বাংলাদেশেও। এতে কর্মহীন হয়ে পড়েছে দেশের নানা শ্রেণী পেশার মানুষ।
প্রিয় স্বদেশের বিপদ মোকাবিলায়, বিএনপির প্রতিটি নেতাকর্মীকে মানুষের কল্যাণে আবারো বিশেষ ভূমিকা পালন করার কথা উল্লেখ করে তারেক রহমান কর্মহীন হয়ে পড়া মানুষের পাশে দাঁড়াতে এবং তাদের মুখে অন্ন তুলে দিতে নির্দেশ দিয়েছেন।
সেই নির্দেশনা বাস্তবায়নে শেরপুর-ধুনটের প্রায় ৩ হাজার পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হলো। এ বিতরণ কার্যক্রম সামনেও অব্যাহত থাকবে।