Breaking News

নির্দেশনা না মানায় ৩০ মে পর্যন্ত এক জেলার সকল দোকান ও মার্কেট বন্ধ ঘোষণা

সরকারের নির্দেশনা অনুযায়ী সারা দেশে ১০ মে থেকে বিধিনিষেধ শিথিল করে শর্তসাপেক্ষে ব্যবসা প্রতিষ্ঠান খোলার অনুমতি দিয়েছিল সরকার।

কিন্তু সরকারের দেয়া কোনও শর্ত মানছে না কিশোরগঞ্জের ব্যবসায়ীরা। বিধিনিষেধ শিথিল করার দু’দিন না যেতেই অবস্থার প্রেক্ষিতে আবারো কিশোরগঞ্জে দোকান ও মার্কেট বন্ধ করে দেয়ার ঘোষণা দিয়েছেন কিশোরগঞ্জ চেম্বার অব কমার্স। মঙ্গলবার (১২ মে) এক জরুরি সভায় ১৩ মে থেকে ৩০ মে পর্যন্ত সকল দোকান ও মার্কেট বন্ধ থাকার ঘোষণা দেয়া হয়েছে।

চেম্বার অব কমার্সের সভাপতি মজিবুর রহমান বেলাল বলেন, সরকারের যেসব শর্ত মেনে বিপণী বিতান ও শপিংমলে বিক্রয় করার কথা, সেসব শর্ত কোনোভাবেই মানা হচ্ছে না। রাস্তাঘাটসহ প্রতিটি মার্কেট এবং শপিংমলে আগের চেহারা ফিরে আসছে। রাস্তায় জনসমাগম, যানবাহন আর দোকান ও শপিংমলে উপচে পড়া ভিড়।

প্রশাসন ও পুলিশ বিভাগের প্রতিনিধিসহ বিভিন্ন মার্কেট ও ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দ করোনা বিস্তারের আশঙ্কায় জরুরি সভা ডেকে সভার সিদ্ধান্ত মোতাবেক সার্বিক পরিস্থিতি ব্যাখ্যা করে জেলা চেম্বারের পক্ষ থেকে পুনরায় মার্কেট বন্ধ সংক্রান্ত নোটিশ প্রদান করা হয়েছে। তিনি আরও বলেন, আগের মতো ফার্মেসি ও মুদির দোকানসহ অত্যাবশ্যক প্রতিষ্ঠান ছাড়া সকল ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে।

Check Also

জুলুম থেকে বাঁচতে মহানবী (সা.) যে দোয়া পড়তে বলেছেন

মহানবী (সা.) যেকোনো ধরনের জুলুম থেকে বাঁচতে আল্লাহর কাছে আশ্রয় চেয়ে একটি দোয়া পড়তে বলেছেন। …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *