Breaking News

ব্রাহ্মণবাড়ীয়ায় ছেলের সামনে মাকে বিবস্ত্র করে চাঁদাবাজি, গ্রে’ফতার ৪

ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলায় হোসনা বেগম নামে এক নারীকে তার ছেলের সামনে বিবস্ত্র করে আপত্তিকর ছবি তুলে তার পর চাঁদাবাজি করার অভিযোগ উঠে এসেছে।

জানা যায়, নবীনগর উপজেলার শ্যামগ্রাম ইউনিয়নের বাসিন্দা ইউসুফ মিয়ার মেয়ে হোসনা বেগম, তার স্বামী দুবাই প্রবাসী। বেশ কয়েক দিন ধরেই তার স্বামীর সাথে তার মনমালিন্য চলছিল। তাই সে তার স্বামীর বাড়ি থেকে বাপের বাড়ি আসেন।

সে বিরোধ মিটাতে শশুরবাড়ির একজন আত্মীয় (সম্পর্কে দেবর) আলোচনা করতে তাদের বাড়ি আসে। ইফতারের পর তারা কথা বলছিলো। এ সময় স্থানীয় কয়েকজন নেতা ঘরে ঢুকে তাদের দু’জনকে মারধর করে। এক পর্যায়ে সন্তানের সামনেই তাদের বিবস্ত্র করে জড়িয়ে ধরিয়ে আপত্তিকর অবস্থায় ছবি তুলতে বাধ্য করা হয়।

এ বিষয়ে নবীনগর থানা্র ওসি রঞ্জিত বলেন, পাঁচজনকে আসামি করে দুই ধারায় চাঁদাবাজি ও পর্নোগ্রাফি আইনে মামলা হয়েছে। অভিযোগকারীর নাম হোসনা বেগম। ইতমধ্যে ৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। চারজন হলো- অঞ্জন দেব, দেলোয়ার, বোরহান উদ্দিন, মোঃ জাহিদুল। একজন আসামি পলাতক রয়েছে। তাকে ধরার জন্য চেস্টা চলছে।

Check Also

জুলুম থেকে বাঁচতে মহানবী (সা.) যে দোয়া পড়তে বলেছেন

মহানবী (সা.) যেকোনো ধরনের জুলুম থেকে বাঁচতে আল্লাহর কাছে আশ্রয় চেয়ে একটি দোয়া পড়তে বলেছেন। …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *