দিনাজপুর শহরের রাজবাড়ী কৃষি গবেষণা কেন্দ্রের পাশে পরিত্যক্ত একটি টয়লেটের ভিতর থেকে সুজন (২৫) নামে একজন ইজিবাইক চালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১১ মে) বিকেল ৫টার দিকে পুলিশ তার মরদেহ উদ্ধার করে। ধারণা করা হচ্ছে ইজিবাইক ছিনিয়ে নেয়ার সময় রোববার রাতের কোন এক সময়ে তাকে ছুরিকাঘাতে হ’ত্যা করেছে দুর্বৃত্তরা।
কোতয়ালী থানার পরিদর্শক বজলুর রশিদ জানান, ইজিবাইক চালক সুজন আউলিয়াপুর ইউনিয়নের বাসিন্দা। উপশহরের একটি ভাড়া বাড়িতে থেকে ভাড়ায় চালিত ইজিবাইক চালাতো সে। তার খোঁজ না পেয়ে গত রোববার রাত ১১টার দিকে কোতয়ালী থানায় সাধারণ ডাইরি করে ইজিবাইকের মালিক। সোমবার বিকেল ৫টার দিকে রাজবাড়ী কৃষি গবেষণা কেন্দ্রের পরিত্যক্ত একটি টয়লেটের ভিতর থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে।
সুরতহাল রিপোর্টে মরদেহে দু’হাত এবং গলায় ধারাল অস্ত্রের আঘাতের ক্ষত রয়েছে। মরদেহ ময়নাতদন্তে দিনাজপুরের এম আব্দুর রহিম মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে। মামলার প্রস্তুতি নিচ্ছে স্বজনরা।