Breaking News

আজমিরীগঞ্জে দু’পক্ষের সংঘর্ষে পুলিশসহ আ’হত ৫০

হবিগঞ্জের আজমিরীগঞ্জ উপজেলায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ও পূর্ব বিরোধের জের ধরে দুই পক্ষের লোকজনের মাঝে দফা়য় দফায় সংঘর্ষ হয়েছে। এতে পুলিশসহ অন্তত অর্ধশতাধিক লোক আ’হত হয়েছেন৷

বৃহস্পতিবার ( ৭ মে) সকালে উপজেলার নোয়াগড় গ্রামের মোশাহিদ মেম্বারের ছেলে আক্তার মিয়া ও শাহজাহান মেম্বারের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে ৷

গুররুতর আ’হত ২ জনকে সিলেট ওসামানি মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এবং ১০ জনকে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়৷ বাকিদের উপজেলা হাসপাতালে ও প্রাইভেট হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার ৩নং জলসুখা ইউনিয়নের নোয়াগড় গ্রামের মোশাহিদ মেম্বারের ছেলে আক্তার মিয়া ও শাজাহান মেম্বারের মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে দীর্ঘদিন যাবত বিরোধ চলে আসছিলো ৷ এরই সুত্র ধরে গত ২৯ মার্চ বিকেল ৫টায় দুই গ্রুপের সংঘর্ষে নারীসহ প্রায় ৩০জন আ’হত হয় ৷ পুলিশের সুদৃঢ় ভুমিকায় পরিস্থিতি এতোদিন স্বাভাবিক ছিল।

অতিরিক্ত পুলিশ সুপার (আজমিরীগঞ্জ-বানিয়াচুঙ্গ সার্কেল) শেখ সেলিম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ৮০ রাউন্ড রাবার বুলেট নিক্ষেপ করে এবং সংঘর্ষ থামাতে গিয়ে ৫ জন পুলিশ আ’হত হয়েছেন ৷ পরিস্থিতি আপাতত শান্ত রয়েছে ৷ নিরাপত্তা নিশ্চিত করার লক্ষে ওই গ্রামে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

Check Also

জুলুম থেকে বাঁচতে মহানবী (সা.) যে দোয়া পড়তে বলেছেন

মহানবী (সা.) যেকোনো ধরনের জুলুম থেকে বাঁচতে আল্লাহর কাছে আশ্রয় চেয়ে একটি দোয়া পড়তে বলেছেন। …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *