ফেনীর সোনাগাজীর নবাবপুর ইউনিয়নে মহিম উদ্দিন মহিম নামে এক যুবলীগ নেতা ও তার সহযোগীদের অত্যাচার ও প্রাণনাশের হুমকিতে পালিয়ে বেড়াচ্ছে এক অসহায় পরিবার। বিগত ৫-৬ মাস যাবত নিজের বাড়ি ছেড়ে অন্যত্র আশ্রয় নিয়েছে পরিবারটি।
মঙ্গলবার দুপুরে সোনাগাজী রিপোর্টার্স ইউনিটিতে এক সংবাদ সম্মেলন লিখিত বক্তব্যে এ সব কথা তুলে ধরেন উপজেলার পশ্চিম সুলতানপুর গ্রামের নয় ভাইদের বাড়ির মৃত বদিউল আলমের ছেলে কচি জাফর।
তিনি অভিযোগ করেন, তার চাচা নূরুল হুদা গংয়ের সঙ্গে তার পৈত্রিক সম্পত্তি নিয়ে দীর্ঘদিন যাবত বিরোধ চলছে। এ বিরোধের জেরে নবাবপুর ইউপি চেয়ারম্যান দেলোয়ার হোসেনের ছেলে স্থানীয় যুবলীগ নেতা মহিম উদ্দিন মহিম ও তার সহযোগীরা তার চাচাদের পক্ষ নিয়ে তার ওপর হামলা-মামলা দিয়ে চরম অত্যাচার-নির্যাতন শুরু করে।
তিনি জানান, তার শিশু পুত্রের গলায় ছুরি ধরে তাকে হত্যার হুমকি দিয়ে তার ও তার স্ত্রীকে বাড়ি থেকে উচ্ছেদ করে। বর্তমানে স্ত্রী ও শিশু সন্তানকে নিয়ে সে পালিয়ে মানবেতর জীবনযাপন করছে।
তিনি জানমালের নিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ফেনী-২ আসনের এমপি নিজাম উদ্দিন হাজারী, জেলা প্রশাসক ও ফেনীর পুলিশ সুপারের হস্তক্ষেপ কামনা করেছে।এ সময় তার স্ত্রী নারগিস আক্তার উপস্থিত ছিলেন।