Breaking News

কারাগারে করোনা আতঙ্কে সৌদি রাজকন্যা

গেল এক বছরের বেশি সময় ধরে কারাগারে বন্দী সৌদি আরবের রাজকন্যা প্রিন্সেস বাসমাহ বিনতে সৌদ। সম্প্রতি সৌদি বাদশাহ সালমান ও যুবরাজ মোহাম্মদ বিন সালমানের কাছে মুক্তির আবেদন জানিয়েছিলেন। কিন্তু তাতে কোনো ফল পাননি বরং তাকে কারাগারের পেছনের করোনভাইরাস প্রাদুর্ভাবের একটি এলাকায় রাখা হয়েছে।

৫৬ বছর বয়সী বাসমাহ সৌদি বাদশাহ সৌদ বিন আবদুল আজিজ আল সৌদের মেয়ে। সৌদি এই রাজকন্যা কারাগারে করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হতে পারে বলে আশঙ্কা করছেন। আর কারাগারে তেমন কোনো সুযোগ সুবিধাও পাচ্ছেন বলে দাবি করেছেন।

পরিবারে সদস্যরা জানিয়েছেন, গত বছরের মার্চে সুইজারল্যান্ডে চিকিৎসার জন্য যাওয়ার সময় তাকে আটক করা হয়। আটক করে রাজকন্যাকে সন্ত্রাসবাদী, দণ্ডপ্রাপ্ত এবং রাজনৈতিক বন্দিদের আটকে রাখার জন্য পরিচিত রিয়াদের উচ্চ-নিরাপত্তার আল-হায়র কারাগারে রাখা হয়েছে। সেখানে করোনা আক্রান্ত হওয়ার ঝুঁকি বেশি।

গেল মাসেই সৌদি এই রাজকন্যা নিজের ভেরিফায়েড টুইটার অ্যাকাউন্টে লিখেন, আপনারা হয়তো জানেন আমাকে বিনা বিচারে আল-হায়র কারাগারে বন্দী রাখা হয়েছে। বর্তমানে আমার শারীরিক অবস্থা ভেঙে পড়েছে। এতে আমার মৃত্যুও হতে পারে। রাজদরবারে চিঠি পৌঁছানোর পরও আমাকে চিকিৎসা দেয়া হচ্ছে না।

Check Also

জুলুম থেকে বাঁচতে মহানবী (সা.) যে দোয়া পড়তে বলেছেন

মহানবী (সা.) যেকোনো ধরনের জুলুম থেকে বাঁচতে আল্লাহর কাছে আশ্রয় চেয়ে একটি দোয়া পড়তে বলেছেন। …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *