Breaking News

সন্তান বিক্রি করতে চাওয়া অসহায় মায়ের পাশে আওয়ামী লীগ নেতা

তিন সন্তানের জননী মনি বেগমকে অন্তঃসত্ত্বা রেখে তার স্বামী পালিয়ে যান। তিন সন্তান ও গর্ভে আরেক সন্তানের অস্থিত্ব নিয়ে মা মনি বেগম অথৈ সাগরে ভাসতে থাকেন। করোনায় কর্মহীন মা সন্তানদের ভরণ-পোষণের চিন্তার মানসিক ভারসাম্য হারাতে বসেন।এরই মধ্যে গতকাল সোমবার সোনারগাঁ স্বাস্থ্য কমপ্লেক্সে আরেকটি কন্যা সন্তানের জন্ম দেন। তিন সন্তান ও নিজের জীবনকে বাঁচাতে চতুর্থ সন্তানকে বিক্রি করতে মরিয়া হয়ে পড়েন।

খবর পেয়ে মঙ্গলবার দুপুরে সোনারগাঁও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-আহ্বায়ক ও পিরোজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম ওই মা ও পরিবারের ভরণপোষণের দায়িত্ব নেন।তাৎক্ষণিক ৬নং ওয়ার্ডের সদস্য আলমগীর কবির ও সোনারগাঁও উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক আরিফ আহম্মেদের মাধ্যমে ১০ হাজার টাকা আর্থিক অনুদান প্রেরণ করেন চেয়ারম্যান মাসুম।

স্থানীয় সূত্র জানায়, গর্ভবতী অবস্থায় তাকে ফেলে চলে গেছে তার স্বামী বাবুর্চি সাইফুল ইসলাম। ৩ সন্তানকে বুকে ধরে একটি কারখানার ম্যাচে রান্নাবান্নার কাজ করে জীবিকা নির্বাহ করে আসছিল মনি বেগম। করোনার প্রাদুর্ভাবের কারণে কারখানার উৎপাদন এখন বন্ধ। এ কারণে লোক না থাকায় ম্যাচের রান্নাবান্নার কাজও বন্ধ। এরই মধ্যে গত সোমবার অন্তঃসত্ত্বা মনি বেগমকে সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে সে একটি কন্যা সন্তান জন্ম দেয়।বাড়ির মালিক জুয়েল মিয়া জানান, আর্থিক অনটনের কারণে আরও ২ মাস আগে থেকে আমরা ওই অসহায় পরিবারের বাড়ি ভাড়া নেয়া বন্ধ করে দিয়েছি। অভাবে নিজের সন্তান বিক্রির চেষ্টার বিষয়টি আমরা পরে জানতে পেরেছি।

এ দিকে বিষয়টি সোমবার স্বেচ্ছাসেবকের মাধ্যমে জানার পর সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইদুল ইসলাম প্রাথমিকভাবে মনি বেগমকে সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বিনামূল্যে চিকিৎসাসেবা নিশ্চিত ও ত্রাণসামগ্রী দিয়ে সহযোগিতা করেছেন।চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম বলেন, টাকার অভাবে একজন মা তার সন্তানকে বিক্রি করে দেবেন এটা কোনোভাবে মেনে নেয়া যায় না। এটা একটি হৃদয়বিদারক ও মর্মস্পর্শী ঘটনা।

শুধু করোনা প্রাদুর্ভাবে নয়, আজীবন আমি ওই অসহায় পরিবারের পাশে থাকব ও সহযোগিতা করব ইনশাআল্লাহ। উল্লেখ্য, করোনা পরিস্থিতিতে গত দুই মাস ধরে পিরোজপুরসহ সোনারগাঁয়ের বিভিন্ন এলাকায় ত্রাণ বিতরণ করে আসছেন সোনারগাঁও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-আহ্বায়ক ও পিরোজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম।

Check Also

জুলুম থেকে বাঁচতে মহানবী (সা.) যে দোয়া পড়তে বলেছেন

মহানবী (সা.) যেকোনো ধরনের জুলুম থেকে বাঁচতে আল্লাহর কাছে আশ্রয় চেয়ে একটি দোয়া পড়তে বলেছেন। …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *