Breaking News

ইউক্রেনের তরুণী তুরস্ক ভ্রমণে এসে ইসলাম ধর্মে মুগ্ধ

তুরস্কের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের মুগলায় ভ্রমণে এসে ইসলাম ধর্মে মুগ্ধ হয়েছেন ৩৮ বছর বয়সী ইউক্রেনের ইউলিয়া কোনোটোবিশকি নামের এক তরুণী। এরপর বন্ধুদের সঙ্গে ফেতিয়ে শহরের স্থানীয় দারুল ইফতায় এসে স্বেচ্ছায় ইসলাম গ্রহণ করেন তিনি।

আনাদোলু এজেন্সি সূত্রে জানা যায়, ইউক্রেনীয় তরুণীর ইসলাম গ্রহণ ঘিরে অনুষ্ঠিত হয় বিশেষ আয়োজন। ফেতিয়ে শহরের মুফতি কামিল আকতাইসহ স্থানীয় ব্যক্তিবর্গ সেখানে উপস্থিত হন।

পবিত্র কোরআন থেকে তাকে কয়েকটি আয়াত পাঠ করে শোনানো হয়। এরপর কালেমা পাঠ করে মুসলিম হিসেবে জীবন যাপন শুরু করেন তিনি। ইউলিয়া কোনোটোবিশকি নিজের নাম পরিবর্তন করে হুলিয়া রাখেন। দারুল ইফতা-এর পক্ষ থেকে তাঁকে পবিত্র কোরআনের একপি উপহার দেওয়া হয়। এরপর তাঁর কাছে ইসলামের গুরুত্বপূর্ণ মৌলিক বিষয়গুলো তুলে ধরা হয়। সূত্র : আনাদোলু এজেন্সি

Check Also

ইন্টারনেটে ওয়াজ শুনে ইসলাম ধর্ম গ্রহণ করলেন বিশ্ববিদ্যালয়ের ছাত্রী

এবার ইন্টারনেটে ওয়াজ শুনে ও ইসলামিক বই পড়ে হিন্দু ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহণ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *