Breaking News

রাশিয়ায় বহুতল ভবনের ওপরে বিধ্বস্ত বোমারু বিমান, নিহত ৬

রাশিয়ায় যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে কমপক্ষে ছয়জন নিহত ও ২৫ জন আহত হয়েছেন। দক্ষিণাঞ্চলীয় শহর ইয়েস্কের একটি আবাসিক এলাকায় এ ঘটনা ঘটেছে।রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, বিমানটি একটি এসইউ-৩৪ বোমারু বিমান ছিল। সোমবার (১৭ অক্টোবর) সন্ধ্যায় প্রশিক্ষণ চলার সময় এর একটি ইঞ্জিনে আগুন ধরে গেলে এ ঘটনা ঘটে। তবে বিমানটি বিধ্বস্ত হওয়ার আগেই এর পাইলট বেরিয়ে আসতে সক্ষম হন।

রাশিয়ার সংবাদ সংস্থা টাস নিউজ কয়েকজন প্রত্যক্ষদর্শীর বরাতে জানিয়েছে, আগুন ভবনটিকে গ্রাস করে ফেলে, বিমানের তেলের কারণে এটি হয়। আগুন লেগেছে নিচ তলা থেকে নয় তলা পর্যন্ত। ফায়ার ফাইটাররা আগুন নিয়ন্ত্রণে কাজ করছেন।ওই ভবন থেকে একটি বড় আগুনের গোলা বের হতে দেখা গেছে। দাউ দাউ করে জ্বলতে থাকে আগুন। আগুনের স্ফুলিঙ্গ ছড়িয়ে পড়ে দুই হাজার বর্গ মিটার। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে এমনটাই দেখা গেছে।রাশিয়ার স্থানীয় গণমাধ্যম ইন্টারফ্যাক্স নিউজ এজেন্সি জানিয়েছে, ভবনের পাঁচটি ফ্লোরে আগুন লেগেছে। ওপরের ফ্লোরগুলো ধসে পড়েছে এবং এর আশপাশের আরও ৫৪টি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। ওই ভবনে ৬০০ মানুষ বসবাস করে।প্রায় ৯০ হাজার জনসংখ্যার শহর ইয়েস্কে একটি বড় রাশিয়ান বিমান ঘাঁটি রয়েছে। শহরটি যুদ্ধবিমান প্রশিক্ষণের ক্ষেত্র হিসেবে ব্যবহৃত হয়েছে। সূত্র : আল জাজিরা

Check Also

‘তালেবানের’ দখলে পাকিস্তানের সিটিডি কম্পাউন্ড

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের বানু এলাকার জঙ্গিরা দেশটির কাউন্টার টেরোরিজম ডিপার্টমেন্ট (সিটিডি) কম্পাউন্ডের দখল নিয়েছে। …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *