ইরানের বিরুদ্ধে আন্তর্জাতিক সম্প্রদায়কে কঠোর অবস্থান নেয়ার আহ্বান জানিয়েছে সৌদি আরব। একই সঙ্গে ইরানের বিরুদ্ধে অস্ত্র নিষেধাজ্ঞা অব্যাহত রাখতে যথাযথ পদক্ষেপ নেয়ার আহ্বান জানিয়েছে তারা। অনলাইন আরব নিউজ এ খবর দিয়ে বলছে, এ ছাড়া ইরানের পারমাণবিক এবং ব্যাপক বিধ্বংসী ক্ষেপণাস্ত্র কর্মসূচির বিষয়ে গুরুত্ব দেয়ার আহ্বান জানিয়েছে সৌদি আরব।
গত বছর সৌদি আরবকে টার্গেট করে ক্ষেপণাস্ত্র হামলায় ইরানের জড়িত থাকার বিষয়ে জাতিসংঘ মহাসচিবের রিপোর্ট নিরাপত্তা পরিষদে আলোচনা হয়। সৌদি আরবের মন্ত্রীপরিষদ সেই আলোচনা পর্যালোচনা করে মঙ্গলবার। এতে ওই আহ্বান জানানো হয়। এ ছাড়া আঞ্চলিক স্থিতিশীলতার প্রতি সৌদি আরবের প্রতিশ্রুতির কথা পুনর্ব্যক্ত করা হয়।