সিঙ্গাপুরে প্রায় ১ হাজার ৩০০ কোটি টাকা মূল্যের একটি হোটেল কিনেছেন বাংলাদেশের এস আলম গ্রুপ। এশিয়ার রিয়েল স্টেট ভিত্তিক সংবাদমাধ্যম মিংতিয়ান্দির এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।
প্রতিবেদনে বলা হয়, আলফা ইনভেস্টমেন্ট পার্টনার্স সিঙ্গাপুরের নোভেনা এলাকায় ২৪১ কক্ষের একটি হোটেল ১২৫ দশমিক ৬ মিলিয়ন ডলারে বিক্রি করেছে।
২০১৯ সালে বিলাসবহুল ওই হোটেলটি কিনেছে বাংলাদেশের চট্টগ্রামস্থ ‘এস আলম গ্রুপ’। যে পরিমাণ অর্থের বিনিময়ে হোটেলটি ক্রয় করে এস আলম, তা বাংলাদেশি মুদ্রায় বর্তমানে প্রায় ১ হাজার ৩০০ কোটি টাকা।
কেপেল ক্যাপিটালের প্রাইভেট ইক্যুইটি বিভাগ ইতিমধ্যেই ‘আইবিস নোভেনা’ হোটেলকে এস আলম গ্রুপের কাছে হস্তান্তর করেছে। অফ-মার্কেটের মাধ্যমে এই হোটেল থেকে সিঙ্গাপুরি মুদ্রায় প্রায় সাড়ে ৭ লাখ ডলার আয় করছে এস আলম গ্রুপ।
এস আলম গ্রুপের অধীনে বাংলাদেশের একাধিক ব্যাংক রয়েছে। ২০১৭ সালে ইসলামী বাংকের ১২ ভাগেরও বেশি শেয়ার বিভিন্ন কোম্পানির মাধ্যমে কিনে নেয় এস আলম গ্রুপ। এছাড়াও ফাস্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক ও কমার্স ব্যাংকের বড় অংশের শেয়ারও এস আলম পরিবারের হাতে রয়েছে।
রিয়েল স্টেট, ইস্পাত, সিমেন্ট, খাদ্যপণ্য, জ্বালানি, গার্মেন্টস এবং পরিবহন ব্যবসাসহ প্রায় সব খাতেই এস আলম গ্রুপের মালিকানাধীন প্রতিষ্ঠান রয়েছে।
এস আলম গ্রুপের সহযোগী প্রতিষ্ঠানগুলোর মধ্যে- এস আলম স্টিলস লিমিটেড, এস আলম কোল্ড রোলড স্টিলস লিমিটে, এস আলম কোল্ড রোলড স্টিলস, এস আলম সিমেন্ট লিমিটেড, পোর্টম্যান সিমেন্টস লিমিটেড, এস আলম ভেজিটেবল অয়েল লিমিটেড, এস আলম সুপার এডিবল অয়েল লিমিটেড, এস আলম রিফাইন্ড সুগার ইন্ডাস্ট্রিজ লিমিটেড, এস আলম পাওয়ার প্ল্যান্ট লিমিটেড, এস আলম পাওয়ার জেনারেশন লিমিটেড, কর্ণফুলী প্রকৃতিক গ্যাস কোং লিমিটেড এবং এভারগ্রিন শিপিং লিমিটেড উল্লেখযোগ্য।
আর কিছুদিন পরে শুনবো গোটা সিঙ্গাপুর কিনে নিয়েছে
৩০ হাজার কোটি থেকে মাত্র ১ হাজার ৩ শত কোটি দিয়ে একটা হোটেল কিনলো।
Digital Bangladesh digital progress digital corruption everywhere
সবই আওয়ামিলীগের দয়ায়🙄😀🤬
শিরোনাম হওয়া উচিৎ- ১ হাজার ৩০০ কোটি লুটের টাকায় সিঙ্গাপুরে হোটেল কিনল অমুক গ্রুপ। এইভাবে আমরা দেশকে সিঙ্গাপুর বানালাম।
লুটের টাকা অবশ্যই এখানে আওয়ামীদের শেয়ার আছে
কিছু বলার নাি
Islami bank er biniog project!!!!
ইসলামী ব্যাংকের টাকায় এমন কতগুলা হোটেল কিনা যাবে?
আর কিছু দিন পরে শুনবেন সারা বাংলাদেশ কিনা নিবে এই এস আলম মাসুদ এ। এগুলোর একদিন বিচার হবে সুদে আসলে হিসাব করে নিবো ইনশাআল্লাহ টেনশনে এর কিছু নেই
এইটার সঙ্গে আওয়ামী লীগের লোক জন শেয়ার আছে। এবং জড়িত আছে এস আলম মাসুদ কে দিয়ে হাজার হাজার কোটি টাকা লোপাট করে নিয়ে যাচ্ছে বিদেশে
বাংলাদেশের টাকা চুরি করে সিঙ্গাপুরে হোটেল! সময় আসছে এস আলম গ্রুপের নামও মুছে যাবে বাংলাদেশ থেকে!
দেশের টাকা নিয়া বিদেশে হোটেল কিনলো এখন মাগিরজি ফেরত আনেনা
জনগনের টাকা গুলো এভাবেই পাচার করে দিচ্ছে বাংলাদেশ থেকে
ব্যাংক মারা টাকার বিনিয়োগ।
আসলেই তো হাচা কথা কইছে আমাদের ক্ষমতাশীলরা বাংলাদেশ সিংঙ্গাপুর কানাডা হয়ে গেছে ,কেউ কেউ দেশের টাকা লুট করে বিদেশে বাড়ি গাড়ি হোটেল ইত্যাদি র উন্নয়ন করতেছে
হরিলুটের টাকায় কেনা….
আর২৮হাজার ৯৭কোটি কোথায়
উন্নয়ন উন্নয়ন চারদিকে শুধু উন্নয়ন .এতকিছু করার পরও একটা দল বলবে আমরা কিছুই করি নাই .
সব ইসলামি ব্যাংকের টাকা রে ভাই
এগুলো ব্যংক লুটের টাকা। এজন্য এস আলম সহ যারা জড়িত তাদের সমস্ত সম্পত্তি ও প্রতিষ্ঠান বাজেআপ্ত করে ব্যংক একাউন্ট বন্ধ করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক। তাছাড়া তদারককারী দায়িত্বে বাংলাদেশ ব্যাংকের সংশ্লিষ্ট কর্মকর্তার বিরুদ্ধেও আইনানুগ ব্যবস্থা নেওয়া হোক।
দেশের টাকায় বিদেশে বাড়ি সাবাস
Sorkar druto bebosta nik
এইগুলা কি মিথ্যে জাতি জানতে, ইসলামী ব্যাংক থেকে টাকা নিয়ে সিংগাপুর সম্পদের পাহাড় করার ঋন দেওয়ার নিয়ম কি আছে
Deshe noy bideshe biniyog koreche
তাতো জনগণ জানে কিভাবে কিনলো
পাচরের টাকার ১ হাজার ৩০০ কোটি টাকার হিসাব তো পাওয়া গেলো। আর বাকি টাকার হিসাব কয়?
এটা এস আলমের নাম দিয়ে আওয়ামী লীগ কিনেছে, যাতে জনগন বুঝতে না পারে।
ইসলামী ব্যাংকের চুরির টাকায় নিশ্চয়ই।
এই রকম আর কত আলম গ্রুপ আছে দেশে সেটা জানা জরুরি কারন এরা কবে দেশটারেই না বিক্রি করে দেয়…..?
বাহ কি সুন্দর কথা
Cor
আমরা ফকির ছিলাম এই জানোয়ার গুলো আমাদের মিসকিন বানিয়ে গেছে।
Chor.
আমরা বেড়াইতে যাব।
আমরা বেড়াইতে যাব।
Hodi. HASINAR. BaLat.. Babar. No. Poblim. AwLik. All. Raundar
ব্যাংকের টাকায় বড়োলোক তারা দুবাই মল ও কিনতে পারে৷ এতে অবাক হওয়ার কিছু নাই।
বাংলাদেশের তেইশ মারা শেষ এখন সিংগাপুরের পালা?
ইসলামী ব্যাংকের টাকা দিয়ে সিঙ্গাপুর এটা বললেই ভাল হয় সরকারের দায়ী লাগবে
সব বাংলাদেশের জনগণের টাকা।
Ahaha re desta hasina unnoti koira felailo
ইসলামী ব্যাংক এর টাকায়।
কিছু দিন আগে ইসলামি ব্যাংক থেকে চুরি হওয়া টাকা এই গুলো,,,
সব জনগণের টাকা
খেলা শুরু
S Alam is a bank looter.
How does this man send money overseas when there is dollar crisis. Everything is halal for these criminals by the criminal Hasina Govt.