ঢাকার ধামরাই উপজেলায় ইটের আঘাতে নারীকে হত্যার ঘটনায় তার স্বামী কহিনুর ইসলামকে গ্রেপ্তার করেছে র্যাব।
রোববার (৪ ডিসেম্বর) সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন র্যাব। এর আগে শনিবার রাতে সিঙ্গাইর উপজেলা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত কহিনুর ইসলাম ধামরাইয়ের কুল্লা ইউনিয়নের ফকিরপাড়া ফোটনগর এলাকার বাসিন্দা।
সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, কহিনুর ও জুলেখার প্রায় ৩৫ বছরের সংসার ছিল। কয়েক বছর ধরে কহিনুর আরেকটি বিয়ে করতে চাচ্ছিলেন। এ নিয়ে দুজনের মধ্যে কলহ চলছিল। এর জেরে গত ২০ নভেম্বর তর্কাতর্কির একপর্যায়ে জুলেখাকে ইট দিয়ে আঘাত করতে থাকেন কহিনুর। এ সময় জুলেখা ঘটনাস্থলেই নিহত হন।
এ বিষয়ে র্যাব জানান, কলহের জেরে স্ত্রী জুলেখা আক্তারকে হত্যার পর ফকিরের বেশ ধরে মানিকগঞ্জ চলে যান কহিনুর। এ ঘটনায় নিহতের ভাই আব্দুল কাদের ধামরাই থানায় মামলা দায়ের করেন। পরে গোপন তথ্যের ভিত্তিতে কহিনুরকে সিঙ্গাইর থেকে গ্রেপ্তার করা হয়।