সিরাজগঞ্জে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে পুলিশের একজন উপপরিদর্শকের (এসআই) মৃত্যু হয়েছে। এ সময় দায়িত্বরত ছিলেন তিনি।
শুক্রবার (৯ ডিসেম্বর) দুপুরে সিরাজগঞ্জ পুলিশ সুপার আরিফুর রহমান মণ্ডল এক শোক বার্তায় এ তথ্য নিশ্চিত করেন। এর আগে বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) রাত ৩টার দিকে সিরাজগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মৃত হুজ্জাতুল ইসলাম (৫০) পাবনার সাঁথিয়া উপজেলার তেথুলিয়া গ্রামের বাসিন্দা। তিনি সলঙ্গা থানার উপপরিদর্শক (এসআই) ছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, সন্তানসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
পুলিশ সুপার আরিফুর রহমান মণ্ডল জানান, হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে হুজ্জাতুল ইসলাম মারা গেছেন। পাশাপাশি তিনি মরহুমের আত্মার মাগফেরাত ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
আলহামদুলিল্লাহ
Alhamdulillah
এইবার তো আওয়ামীলীগ বলবে তার মৃত্যুর জন্য বিএনপি দায়ী
পুলিশ বা প্রশাসনের কোন লোক মারা গেলে, মানুষ ইন্না-লিল্লাহ না পড়ে আলহামদুলিল্লাহ লিখছে।প্রশাসন কি বুঝতে পারছে মানুষ এত রেগে আছে কেন? যেহেতু মুসলিম সকলের মাপ করে দেওয়া উচিৎ।
মানুষ মরেনি..একটা পুলিশ মারা গেছে…
মানুষ কি দোয়া করছে, এটা দেখে অন্য পুলিশদের শিক্ষা হওয়া উচিত।
ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন।
এর জানাজার নামাজের ইমামতি করবে জালেমে ফরিদ উদ্দিন
আলহামদুলিল্লাহ।
উনি হয়তো ভূজতে পারছে তারা মানুষের সাথে মহা অন্যয় করতেছে এই চিন্তায় হয়তো মারা গেছে, মহান আল্লাহ য়েন উনার সঠিক বিচার করেন আমিন
Good luck
আলহামদুলিল্লাহ 😍😍
আলহামদুলিল্লাহ
পুলিশ লীগ হলে তার মৃত্যুতে আলহামদুলিল্লাহ আর যদি জনপ্রশাসন হয় ইন্না-লিল্লাহ
ইন্না-লিল্লাহ ওয়া ইন্না ইলাইহে রাজেউন। আল্লাহ তাকে জান্নাতুল ফেরদৌস দান করুন।
আল্লাহ তায়ালা তার কর্মের ফলাফল দিভেনি তিনি ন্যায়বিচার দান কারি ।
আলহামদুলিল্লাহ
আলহামদুলিল্লাহ
মহান আল্লাহ তায়ালা বলেছেন,আমি দুনিয়ায় এমন কোনো রোগ দেই নি।যার চিকিৎসা পবিত্র কোরআনে বর্ণিত নেই। উনি আসলে চেতনার চাপ আর নিতে পারছিলেন না। ইসলাম মানেই ইহকাল ও পরকালের চূড়ান্ত দিকনির্দেশনা। স্রোতের বিপরীতে গেছেন ক্যা।দায়ী সম্পূর্ণ রোল মডেল চেতনা বুবু। মৃত বাবার বিভাগীয়।তাই, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন
আসুন সাধারণ জনগণের সেবায় নিয়োজিত হলে এই পুলিশ ভাইয়ের মৃত্যুতে ইন্নালিল্লাহ আর কি পুলিশলীগ মারা গেলে ফিনারে জাহান্নারে খালেদিনা ফিহা বলি
খবরটা শুনে খুশি হইলাম দুনিয়া থেকে একটা নরকুত্তা বিদায় হলো। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ।
আল্লাহ উনাকে জান্নাত দান করুক
পুলিশ হল জনগণের জন্য একটা অভিশাপ।
আলহামদুলিল্লাহ
এইটা মনে হয় জামায়াত বি এন পির ষড়যনত্র অথবা তারেক রহমান লবিং করে আজরাইল কে দিয়ে এই কাজটা অসময়ে করাইছে 😭
পুলিশ এখন হায়নাদের আঁচড় দিচ্ছে, সাধারণ জনগণের উপর তাই, পুলিশের মৃত্যুর সংবাদ শুনলে কোনো মায়া হবে না