নতুন করে করোনাভাইরাসের প্রাদুর্ভাব দেখা দেওয়ায় প্রায় ১ কোটি ১০ লাখ মানুষের পরীক্ষা করে চীনের উহান শহরের কর্তৃপক্ষ। দুই সপ্তাহের এই পরীক্ষায় ৩০০ আক্রান্ত শনাক্ত হয়েছে। মঙ্গলবার (২ জুন) চীনা কর্তৃপক্ষের বরাত দিয়ে এই খবর জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।
সংবাদ সংস্থা এপিকে বলেন, ‘১৪ মে থেকে ১ জুন পর্যন্ত এই শহরটি সব বাসিন্দার পরীক্ষা হয়েছে। এদের মধ্যে পজিটিভ রোগী পাওয়া গেছে ৩০০ জন। এদের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ যাদের ছিল তাদের মাঝে কোনো সংক্রমণ না পেলে শহরটিকে সম্পূর্ণ করোনামুক্ত ঘোষণা করা হবে। আপাতত এই ৩০০ জনকে আলাদা করে রাখা হবে যাতে তাদের মাধ্যমে অন্যদের মাঝে সংক্রমণ ছড়াতে না পারে।’
এটাকে বড় সাফল্য উল্লেখ করে চীনের রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্রের সহকারী পরিচালক ফেং জিজিয়ান বলেন, ‘এটি কেবল উহানের জনগণকে স্বস্তি দেবে না, বরং এটি চীন জুড়েই মানুষের আত্মবিশ্বাসকে বাড়িয়ে দেবে।’