Breaking News

আ.লীগের অনুরোধে ২৪ ডিসেম্বর ঢাকায় গণমিছিল করছে না বিএনপি

অনাকাঙিক্ষত পরিস্থিতি এড়াতে সরকার পতনের যুগপৎ আন্দোলনের প্রথম কর্মসূচি ২৪ ডিসেম্বরের গণমিছিল রাজধানী ঢাকায় করছে না বিএনপি। ওই দিন আওয়ামী লীগের জাতীয় সম্মেলন থাকায় দলটির আহ্বানে সাড়া দিয়ে গণমিছিলের তারিখ পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিএনপি। তবে ঢাকার বাইরের জেলায় নির্ধারিত তারিখেই (২৪ ডিসেম্বর) গণমিছিল হবে।

মঙ্গলবার রাতে গণমিছিলের তারিখ পেছানের বিষয়ে গণমাধ্যমকে নিশ্চিত করেছেন বিএনপির সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান।

তিনি বলেন, গণমিছিলের তারিখ পিছিয়ে দেওয়া হয়েছে। এটা নিয়ে আমাদের মধ্যে কথা হয়েছে। আজকেই তারিখ নির্ধারণ হওয়ার কথা। তবে ঠিক কবে তা জানি না। ২৪ ডিসেম্বরের পরে একদিন হওয়ার কথা।

গত ১০ ডিসেম্বর রাজধানীর গোলাপবাগ মাঠে অনুষ্ঠিত বিএনপির ঢাকা বিভাগীয় সমাবেশে ১০ দফা দাবি ঘোষণা করেন দলটির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন। এই ১০ দফার ভিত্তিতে আগামীতে যুগপৎ আন্দোলন করবে বিএনপি ও সমমনা দলগুলো। ওই দিন ২৪ ডিসেম্বর ঢাকাসহ সারাদেশে গণমিছিল কর্মসূচি ঘোষণা দেওয়া হয়। বিএনপি এই কর্মসূচি ঘোষণার পরই দলটিকে তারিখ পেছানোর আহ্বান জানানো হয় আওয়ামী লীগের পক্ষ থেকে।

মঙ্গলবার দুপুরে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে মঞ্চ ও সাজসজ্জা উপ-কমিটির প্রস্তুতি সভায় এ আহ্বান জানান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, ২৪ ডিসেম্বর আমাদের জাতীয় সম্মেলন অনুষ্ঠিত হবে। এদিন গণমিছিল কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। এটি উসকানি বা সংঘাত চাওয়ার শামিল। সংঘাত পরিহার করতে হবে।

এরপরই রাতে গণমিছিল পিছিয়ে দেওয়ার সিদ্ধান্তের কথা জানাল বিএনপি।

Check Also

ক্ষমা চাইলেন ডা. মুরাদ

আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে সাধারণ ক্ষমার আবেদন করেছেন সাবেক তথ্য ও …

10 comments

  1. আমি বিএনপির কাছ থেকে এমন একটা ভালো ডিসিশন পাবো বলেই বিশ্বাস করেছিলাম !
    . বিএনপি এই ডিসিশন থেকে জনগণের হৃদয়ে আরো একধাপ বেশি জায়গা করে নিল !
    . ধন্যবাদ বিএনপিকে ধন্যবাদ তারেক রহমানকে

  2. এতো পিরিত ভালো না

  3. এটাই রাজনীতির আদর্শ। ধন্যবাদ বিএনপির নীতি নির্ধারকদের।

  4. দালাল মার্কা রাজনীতি দেরকে আওয়ামী লীগ বাহিরে রাখবে ,

  5. আমি অনুরোধে এরাই নির্বাচনে যাবে আগামীতে

  6. মিলে মিশে লুটে পুঁতে খাও। দেশ টা কাহার ও হাতে নিরাপদ নহে।

  7. Rashedul Alam Dulal

    কি লাভ,?ওরাতো গনতন্ত্রের ভাষা বুঝে না।

  8. হাসান মাহমুদ সাহেব বলবে বি, এন, পির গন মিছিলে মানুষ হবে না,, বলে তারা জেনে শুনে ২৪ তারিখ মিছিল করবে না।

  9. Aponara onorud rambler Tara onurud rakhal caretaker sorker dewok.na delay Kano aponara taser onurud Rakben?

  10. Saydur Rahman Sardar

    এ জন্যই কপালে দুর্ভোগ বেশি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *