রাজশাহী মহানগরে জামায়াত-শিবিরের মিছিল ছত্রভঙ্গ করতে গিয়ে হামলার মুখে পড়েছে পুলিশ। মিছিল থেকে ছোড়া ইটপাটকেলে দুই পুলিশ সদস্য আহত হয়েছেন।
মঙ্গলবার (১৩ ডিসেম্বর) বেলা দুইটার দিকে নগরের নিউমার্কেটের পাশ থেকে জামায়াতের কেন্দ্রীয় আমিরের মুক্তির দাবিতে এই বিক্ষোভ মিছিল বের করা হয়। এর কিছুক্ষণ পরই হামলার ঘটনা ঘটে।
আহত দুই পুলিশ সদস্য হচ্ছেন রাজশাহী নগরের বোয়ালিয়া থানার উপপরিদর্শক (এসআই) আবু হায়দার ও কনস্টেবল আহাদ। তাঁদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
জানা যায়, বেলা দুইটার দিকে রাজশাহী নগরের নিউমার্কেটের উত্তর পাশ থেকে রাজশাহী মহানগর জামায়াতের উদ্যোগে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। এতে শিবিরের নেতাকর্মীরা ছিলেন। মিছিলটি নগরের কাদিরগঞ্জ মোড় হয়ে রেলক্রসিং পার হয়ে উপশহর নিউমার্কেটের দিকে যায়। উপশহর নিউমার্কেটের দিকে যাওয়ার জন্য মিছিলটি মোড় ঘুরে পশ্চিম দিকে যেতে থাকলে পুলিশ ছত্রভঙ্গ করার জন্য ধাওয়া দেয়। এ সময় মিছিল থেকে ইটপাটকেল নিক্ষেপ করা হয়। এতে দুই পুলিশ সদস্য আহত হন।
নগরের বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম বলেন, মিছিল করার কোনো অনুমতি ছিলো না। ঝটিকা মিছিল বের করা হয়। এ সময় পুলিশ মিছিলটি ছত্রভঙ্গ করতে গেলে তারা পুলিশের ওপর ইটপাটকেল ছুড়ে পালিয়ে যান।
পুলিশ কে মেরেছে ভালো হয়েছে
রাষ্ট্রের মালিক জনগনের যে কোন অহিংস রাজনৈতিক অথবা প্রতিবাদ কর্মসূচীতে বাধা দান বাংলাদেশ জাতীয় সংবিধানের মৌলিক অধিকার ধারার সাথে সাঙ্গর্ষিক হবার অপরাধে রাষ্ট্রদ্রোহ অপরাধের শামিল।
https://bn.m.wikipedia.org/wiki/%E0%A6%AC%E0%A6%BE%E0%A6%82%E0%A6%B2%E0%A6%BE%E0%A6%A6%E0%A7%87%E0%A6%B6%E0%A7%87%E0%A6%B0_%E0%A6%9C%E0%A6%A8%E0%A6%97%E0%A6%A3%E0%A7%87%E0%A6%B0_%E0%A6%AE%E0%A7%8C%E0%A6%B2%E0%A6%BF%E0%A6%95_%E0%A6%85%E0%A6%A7%E0%A6%BF%E0%A6%95%E0%A6%BE%E0%A6%B0
অতিউৎসাহী কর্মকর্তারা একটু সতর্ক হোন
এছাড়া আর কোন উপায় নেই
আপনারা এক পক্ষকে মা’রবেন আরেক পক্ষকে আদর করবেন
তা হলে তো পরিস্থিতি এরকমি হবে
ওসি সাহেব কে বলি,কিসের অনুমতি লাগবে, স্বাধীন দেশের সবার স্বাধীন ভাবে কথা বলার অধিকার আছে,
ভালো নিউজ!!!!!
গুড ।
পুলিশের অনুমতি কেনো ? স্বাধীন দেশে সংবিধান স্হগিত হয়ে পুলিশী বিধান কায়েম হলো নাকি ?
লাটি হাতে নাও তোমরা
ভালো হয়েছে আল্লাহ্ যারা লীগের পুলিশ আপনি সবাইকে শেষ করে দেন
এতো দিনে তাহলে পুলিশ সত্যিকারের বাবা চিনেছে
সকল সাপকে ম্যাইছা সাপ বলে অভিহিত করা কি ঠিক
জামায়াত ইসলামী জিন্দাবাদ 🌷💚🌷💚
যেমন কুকুর তেমন মগড় না দিলে তো হয় না।
পুলিশ এখন আর পুলিশ নাই উনারা এখন ছাত্রলীগের মা-র পেটের ভাই হয়ে গেছে
আলহামদুলিল্লাহ্ 🏑🏑
বাবার বাবা আছে মনে রেখো
পুলিশলীগ মাইর খাওয়া শুরু করল হুররে ;;;;;;;;;;;;;;;;,;;;;;
Good
অনেক ভালো একটা খবর
কোন পুলিশ কি নিহত হয়েছে?
Hahahaha
সাংবিধানিক অধিকারে বাধ্য বাধকতা সৃষ্টি করে এধরনের কোন নিয়ম থাকা উচিত নয়।
Alhamdulillah
এরা পুলিশ নয় এরা রাজাকার