Breaking News

আমরা ৯টি খেলায় জয়লাভ করেছি: গয়েশ্বর

বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, বিএনপির সমাবেশকে কেন্দ্র করে পল্টনের রাস্তা দিয়ে পাঁচদিন ধরে কোনো মানুষ চলাচল করতে পারছে না। কোনো গাড়ি চলে না। দোকানপাট-মার্কেট বন্ধ। এসব দুর্ভোগ কে সৃষ্টি করেছে? শেখ হাসিনা করেছে। অথচ তারাই বলছিল পল্টনে যদি আমাদের সমাবেশ দেয়, তাহলে নাকি জনদুর্ভোগ সৃষ্টি হবে।

শনিবার (১০ ডিসেম্বর) বিকেল ৩টার দিকে গোলাপবাগে বিএনপির ঢাকা বিভাগীয় গণসমাবেশে তিনি এ কথা বলেন।
গয়েশ্বর বলেন, ওবায়দুল কাদের সারাক্ষণ খেলা খেলা করেন, আমরা যদি সমাবেশগুলো খেলা হিসেবে ধরি, তাহলে আমরা ৯টি খেলায় জয়লাভ করেছি। আমরা আজকের খেলায়ও জয়লাভ করেছি। কারণ, আমাদের সমাবেশ পণ্ড করার জন্য শেখ হাসিনা এমন কিছু বাদ নেই যা করেননি। পুলিশ বাহিনী তার নির্দেশে সব করেছে। আমাদের সমাবেশ চলাকালীন সরকার ২০ দিন হরতাল করেছে, যানবাহন বন্ধ করেছে।

তিনি বলেন, আমরা আগেই বলেছি, আমরা কোনো কাজ রাতে করি না, দিনে করি। কোনো কাজ গোপনে করি না, প্রকাশ্যে করি। সরকারকে ক্ষমতা থেকে নামতে বাধ্য করতে যা যা করার দিনের বেলাতেই করা হবে।

বিএনপির এই নেতা আরও বলেন, আমরা শান্তিপূর্ণ জনতা, তবে বিপদ দেখলে ভয় করি না। আমরা অস্ত্র হাতেও লড়তে জানি, যুদ্ধ করতেও জানি। আজ ১০ ডিসেম্বর, এটা বিজয়ের মাস। ১৯৭১ সালের মার্চে জিয়াউর রহমানের ঘোষণার মধ্য দিয়ে স্বাধীনতা যুদ্ধ শুরু হয়েছিল। এটা আমাদের অহঙ্কারের মাস। আবার যুদ্ধের প্রয়োজন হলে আমরা প্রস্তুত আছি।

Check Also

আ. লীগ কী বললো সেটা নিয়ে বিএনপির মাথাব্যথা নেই: খসরু

আওয়ামী লীগ কী বললো সেটা নিয়ে বিএনপির মাথাব্যথা নেই বলে মন্তব্য করেছেন দলটির স্থায়ী কমিটির …