Breaking News

পুলিশের সহযোগিতা না থাকলে আ.লীগ আধা ঘণ্টায় দেশ ছেড়ে পালাবে

ঢাকায় বিএনপির গণসমাবেশকে কেন্দ্র করে পুলিশের অহেতুক হামলা, মামলা, হত্যা ও সহস্রাধীক নেতাকর্মীকে গ্রেফতারের প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ায় বিক্ষোভ মিছিল ও সামাবেশ করেছে জেলা বিএনপি। গত বৃহস্পতিবার বিকেলে শহরের শিমরাইলকান্দি থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে সড়ক প্রদক্ষিণ করে। পরে পাওয়ার হাউজ রোড এলাকায় জেলা বিএনপির সাবেক সভাপতি হাফিজুর রহমান মোল্লা কচির সভাপতিত্বে এক সমাবেশ অনুষ্ঠিত হয়।

এতে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জহিরুল হক খোকন, সাবেক সাংগঠনিক সম্পাদক সিরাজুল ইসলাম সিরাজ, বিএনপি নেতা শফিকুল ইসলাম, এবিএম মমিনুল হকসহ নেতৃবৃন্দ। এ সময় বক্তারা, ঢাকায় বিএনপির নেতাকর্মীদের ওপর নির্বচারে গুলিবর্ষণ করে মানুষ হত্যা ও দলীয় নেতাকর্মীদের গ্রেফতারের তীব্র নিন্দা জানান। তারা বলেন, ১০ তারিখ পল্টন ময়দানেই বিএনপির সমাবেশ হবে। সমাবেশ ঠেকানোর ক্ষমতা কারো নেই। পুলিশের সহযোগিতা না থাকলে আ.লীগ আধাঘণ্টায় দেশ ছেড়ে পালাতে বাধ্য হবে। তারা অবিলম্বে গ্রেফতারকৃত নেতাকর্মীদের নিঃশর্ত মুক্তির দাবি জানান। কর্মসূচিতে জেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Check Also

আ. লীগ কী বললো সেটা নিয়ে বিএনপির মাথাব্যথা নেই: খসরু

আওয়ামী লীগ কী বললো সেটা নিয়ে বিএনপির মাথাব্যথা নেই বলে মন্তব্য করেছেন দলটির স্থায়ী কমিটির …

18 comments

  1. MD Mozammel Hussain Bhuiyan

    সহমত

  2. Md Haris Uddin Haris

    14 MINIT 16 SEGENT TAIME LAGBE

  3. ঠিক

  4. রাইট

  5. 💯 right

  6. রাইট

  7. বলে রাখলাম একদিন এই আওয়ামী লীগ স্বৈরাচার সরকারের পতন আসবে।এত ভয়ানক ভাবে পতন হবে যে সব মানুষ মনে রাখবে।
    ইনশাআল্লাহ খুব দ্রুতই সেই সময় বাংলার মানুষ দেখবে।।।

  8. বিএনপি আমলে কোকোর ক্রিকেট পুলিশ বেষ্টনীতে বিরিয়ানি খেলেছিল। ভূলে গেছেন। আওয়ামী লীগ ঠিকই জবাব দিয়েছিল।

  9. Zahirul Haq Bhuiyan

    ১৫০%সত্তকথা

  10. Right

  11. Right

  12. ১০০%

  13. কথা সত্য

  14. M Sumon Islam Sumon

    সহমত

  15. ঠিক ঠিক ঠিক

  16. ১০০% সঠিক।

  17. রাইট কথা গুলো সত্যি