রাস্তা বন্ধ করে বিএনপিকে আর সমাবেশ করতে দেওয়া হবে না। আওয়ামী লীগও করবে না বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউস্থ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে আওয়ামী লীগের সম্পাদকমণ্ডলী, দুই মহানগরের সভাপতি-সাধারণ সম্পাদক, সহযোগী সংগঠনের সভাপতি-সাধারণ সম্পাদকরা ও ঢাকার দুই সিটি করপোরেশনের মেয়রের যৌথ সভায় তিনি এ কথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, রাস্তা বন্ধ করে জনগনকে কষ্ট দিয়ে সমাবেশ আর করতে দেওয়া হবে না। আমরাও করব না। আমরা জনদুরুহ সৃষ্টি করব না। বিএনপি কেন অনড়? তারা কি মানুষকে কষ্ট দিতে চায়?
তিনি বলেন, লণ্ডন থেকে আদেশ আসে। ফর্মায়েস আছে৷ মির্জা ফখরুল তাকে সে দায়িত্ব পালন করতে হবে। চাকরি রক্ষার জন্য।
নেতাকর্মীদের উদ্দেশ্যে কাদের বলেন, আমি পরিষ্কার ভাবে বলতে চাই, আওয়ামী লীগের নেতাকর্মীরা সকল জেলা, থানা, ইউনিয়ন, ওয়ার্ডে সতর্ক পাহাড়ায় থাকবে। আজ থেকে। আজ থেকে। আক্রমণ আমরা করব না। কিন্তু আক্রমণের উস্কানি দিলে সমুচিত জবাব দেওয়া হবে।
বিদেশীরা এক পাক্ষিকভাবে উদ্বেগ প্রকাশ করছে বলেও জানান আওয়ামী লীগ সাধারণ সম্পাদক।
এ সময় অন্যদের মধ্যে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য বেগম মতিয়া চৌধুরী, কামরুল ইসলাম, মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, জাহাঙ্গীর কবির নানক, আবদুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ, ড. হাছান মাহমুদ, আ ফ ম বাহাউদ্দীন নাছিম, সাংগঠনিক সম্পাদক মির্জা আজম, আহমেদ হোসেন, এস এম কামাল হোসেন, দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, উপ দপ্তর সম্পাদক সায়েম খান ও আওয়ামী লীগের সম্পাদকমণ্ডলীর সদস্যরা উপস্থিত ছিলেন।
সভায় ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি শেখ বজলুর রহমান, সাধারণ সম্পাদক এস এম মান্নান কচি, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবু আহমেদ মন্নাফী, সাধারণ সম্পাদক হুমায়ুন কবির উপস্থিত ছিলেন।
এছাড়াও ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলাম ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র শেখ ফজলে নূর তাপস এই সভায় উপস্থিত ছিলেন।
কাকু এতো ভয় কেনো?
কাকু এতো ভয় কেনো?
আপনারাতো বিরিয়ানি দিয়ে সমাবেশ করতেছেন না কাহু।
আপনারাতো বিরিয়ানি দিয়ে সমাবেশ করতেছেন না কাহু।
উনি বাংলাদেশের আঠার কোটি লোকের ইজারাদার মনে হয়
উনি বাংলাদেশের আঠার কোটি লোকের ইজারাদার মনে হয়
ফ্যসিবাদ নিপাত যাক গনতন্ত্র মুক্তি পাক🎋🎋🎋
ফ্যসিবাদ নিপাত যাক গনতন্ত্র মুক্তি পাক🎋🎋🎋
জনগনের দায়িত্ব কি আপনি একাই নিয়ে ফেলছেন
জনগনের দায়িত্ব কি আপনি একাই নিয়ে ফেলছেন
কালকে বিকাল থেকে এখন পর্যন্ত রাস্তা বন্ধ সেটা তে জনগণের কষ্ট হচ্ছে না।
কালকে বিকাল থেকে এখন পর্যন্ত রাস্তা বন্ধ সেটা তে জনগণের কষ্ট হচ্ছে না।
আজ কেন রাস্তায় বেরিকেট দেয় পুলিশ। কাউয়া কাদের জবাব দেয়
আজ কেন রাস্তায় বেরিকেট দেয় পুলিশ। কাউয়া কাদের জবাব দেয়
দেশটা জনগণের, কারো বাবার সম্পত্তি নয় ।
দেশটা জনগণের, কারো বাবার সম্পত্তি নয় ।
জনগনের কিসে কষ্ট বে সালা পুত
জনগনের কিসে কষ্ট বে সালা পুত
হে আল্লাহ আপনি সব দেখেন।আপনি বিচার করবেন ইনশাআল্লাহ।
হে আল্লাহ আপনি সব দেখেন।আপনি বিচার করবেন ইনশাআল্লাহ।
যার শুরু আছে তার শেষ আছে সবকিছু একদিন শেষ হবে ইনশাআল্লাহ। ক্ষমতা কারো হাতে চিরদিন থাকে না। যে যেমন কর্ম করবে এর ফলই ভোগ করতে হবে একদিন হয়তো সেদিন আর বেশি বাকি নাই
যার শুরু আছে তার শেষ আছে সবকিছু একদিন শেষ হবে ইনশাআল্লাহ। ক্ষমতা কারো হাতে চিরদিন থাকে না। যে যেমন কর্ম করবে এর ফলই ভোগ করতে হবে একদিন হয়তো সেদিন আর বেশি বাকি নাই
DESH TA KI TORE babar
DESH TA KI TORE babar
মনে ভয় ডুকছে
মনে ভয় ডুকছে
তোমরা রাস্তা বন্ধ করে সমাবেশ করেছ আর ওরা মনে হয় অন্য দেশের মানুষ
তোমরা রাস্তা বন্ধ করে সমাবেশ করেছ আর ওরা মনে হয় অন্য দেশের মানুষ
এটাই আসল ফ্যাসিবাদী চেহারা
এটাই আসল ফ্যাসিবাদী চেহারা
Toi akta khanker poola
Toi akta khanker poola
Tora korish
Tora korish
MC tumra Manos re onk santy te rakso
MC tumra Manos re onk santy te rakso
বাওতাবাজ কাদের কি রং মিশিয়ে মিথ্যাচার করতে হয় সব কিছু এদের কাছ থেকে জনগণ শুনতেছে ।জনগণের কষ্ট কি সেটা অবৈধ সরকারের দৌসর কাদের কিভাবে বুঝবে?
বাওতাবাজ কাদের কি রং মিশিয়ে মিথ্যাচার করতে হয় সব কিছু এদের কাছ থেকে জনগণ শুনতেছে ।জনগণের কষ্ট কি সেটা অবৈধ সরকারের দৌসর কাদের কিভাবে বুঝবে?
মকবুল হত্যার বিচার হবে
মকবুল হত্যার বিচার হবে
তোরে জুতার বাড়ি দেয়া লাগবে,,,
তোরে জুতার বাড়ি দেয়া লাগবে,,,
Vote choure liger Batpare Cale akhon.
Vote choure liger Batpare Cale akhon.
Morar Santa koro sara din batpari korisna
Morar Santa koro sara din batpari korisna
তোমরা মোরবা তোমাদের নিজের তৈরী করা আইনে।
তখন তোমাদের কিছুই করার থাকবে না।
তোমরা মোরবা তোমাদের নিজের তৈরী করা আইনে।
তখন তোমাদের কিছুই করার থাকবে না।
সবকিছুর একটা,,,, জনগণ। পাগল
সবকিছুর একটা,,,, জনগণ। পাগল