বাঁশখালী উপজেলা আওয়ামী লীগের সম্মেলন আয়োজন নিয়ে অসন্তোষ প্রকাশ করে দলের বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন বলেছেন, উপজেলা আওয়ামী লীগের সম্মেলন দেখে মনে হচ্ছে ইউনিয়ন পরিষদের সম্মেলন।
এসময় তিনি দলের কর্মীদের বানরের দল উল্লেখ করে বলেন, এই বানরের দল লাফালাফি ও স্লোগান বন্ধ কর।
মঙ্গলবার (৬ ডিসেম্বর) সকালে চট্টগ্রামের বাঁশখালী উপজেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে এসব কথা বলেন হুইপ স্বপন।
তিনি বলেন, শোক প্রস্তাব পাঠ করার সময় লাফালাফি করা অপরাধ। দলের দুর্দিনে যারা দলকে টিকিয়ে রেখেছে তাদের খোঁজ খবর নিয়ে তাদের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা জানানোর আহবান জানিয়ে তিনি বলেন, আমরা এখন টাকাওয়ালা লোক দেখলে পাগল হয়ে যাই।
দলের সকল ধরনের বিরোধ মীমাংসা করে দলকে সুসংগঠিত করার আহবান জানিয়ে তিনি বলেন, দলের ত্যাগী কর্মীদের মূল্যায়ন ও শ্রদ্ধা ভালোবাসা দিন, তাতে তারা সম্মানিত হবেন।
বাঁশখালী উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সংসদ সদস্য আলহাজ্ব মোস্তাফিজুর রহমান চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগের বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন, সম্মেলনের উদ্বোধন করেন চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মোছলেম উদ্দিন আহমদ এমপি, প্রধান বক্তা ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান।
পত্রিকায় দেখলাম এক লোক জীবনে কখনো জুতা পায়ে দেয় নাই!🙄
কারণ হিসেবে তিনি বলেছেন “যে মাটিতে শেখ মুজিবুর রহমান শুয়ে রয়েছেন সেই মাটির উপরে কী করে জুতা পায়ে দিয়ে হাঁটি!”🤔
লোকটার আবেগ অনুভূতি দেখে শ্রদ্ধা হলো
মানুষ একজন নেতাকে এত সম্মান করে?
এরা আছে বলেই এখনো এদেশ টিকে!
আছে।
হঠাৎ আমার সরল মনে প্রশ্ন জাগল “এই লোক কোন মাটির উপর পায়খানা করে?” 🙄🤔
পত্রিকায় দেখলাম এক লোক জীবনে কখনো জুতা পায়ে দেয় নাই!🙄
কারণ হিসেবে তিনি বলেছেন “যে মাটিতে শেখ মুজিবুর রহমান শুয়ে রয়েছেন সেই মাটির উপরে কী করে জুতা পায়ে দিয়ে হাঁটি!”🤔
লোকটার আবেগ অনুভূতি দেখে শ্রদ্ধা হলো
মানুষ একজন নেতাকে এত সম্মান করে?
এরা আছে বলেই এখনো এদেশ টিকে!
আছে।
হঠাৎ আমার সরল মনে প্রশ্ন জাগল “এই লোক কোন মাটির উপর পায়খানা করে?” 🙄🤔
Marhaba !
Marhaba !
এই শুরু।
এই শুরু।
আরো কতকিছু দেখবেন।
আরো কতকিছু দেখবেন।
আরও ভালো দেখতে চাও তোমরা যে ভাবে লুটপাট করেছো তোমরা তো বাংলাদেশের মুসলমানদের শতরু হয়ে গেছো
আরও ভালো দেখতে চাও তোমরা যে ভাবে লুটপাট করেছো তোমরা তো বাংলাদেশের মুসলমানদের শতরু হয়ে গেছো
আপনি এইটুকু বুঝলেন এতদিন পর…
আপনি এইটুকু বুঝলেন এতদিন পর…