Breaking News

মোবাইলে ফেসবুক চালালে সংকট নিরসন হবে না: রাশেদ খান মেনন

তরুণদের কৃষক, শ্রমিকদের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়ে ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন বলেছেন, সামনে খুব কঠিন দিন। ওই মোবাইলে বসে ফেসবুক চালালে এ সংকট নিরসন করা যাবে না। মোবাইলে বসে সাম্প্রদায়িক প্রচারগুলো শুনে বিভ্রান্ত হওয়া যাবে না। আজকে মাঠে শ্রমিকের পাশে, কৃষকের পাশে এসে দাঁড়াতে হবে।
শুক্রবার (২৫ নভেম্বর) ‌’বাংলাদেশের শ্রমিক আন্দোলনের অতীত ও বর্তমান’ শীর্ষক আলোচনা সভায় তিনি এ সব কথা বলেন।

জাতীয় প্রেসক্লাবের আব্দুস সালাম হলে এ আলোচনা সভার আয়োজন ওয়ার্কার্স পার্টি।
শ্রমিক আন্দোলনের কিংবদন্তি ও পুরোধা নেতৃত্ব কমরেড আবুল বাশার, কমরেড শাফিকুর রহমান মজুমদার, কমরেড নাসিম আলী, কমরেড এটিএম নিজামুদ্দিন, কমরেড হাফিজুর রহমান ভূইয়া ও কমরেড শফিউদ্দিন আহমেদ স্মরণে এ আলোচনা সভার আয়োজন করা হয়।

সভাপতির বক্তব্যে রাশেদ খান মেনন বলেন, পাটকল বন্ধ হয়ে যাওয়ায় পাট চাষি ও শ্রমিকরা কর্মহীন হয়ে পড়েছে। পাট চাষিরা এখন পাট বিক্রি করতে পারছে না। অনেক পাট চাষি আত্মহত্যা করেছে। এর মাধ্যমে সরকার কেবল পাট চাষি-শ্রমিকদের পেটে লাথি মারেনি, সরকার সংবিধানেও লাথি মেরেছে, সংবিধানকে ধ্বংস করেছে।
তিনি আরো বলেন, আজকে এ যে মন্দা চলছে, সেটি নিয়ে আমরা কথা বলছি। প্রতি মুহূর্তে দুর্ভিক্ষের কথা স্মরণ করছি। অর্থনৈতিক সংকট, ডলার সংকট, রেমিট্যান্স সংকট- সব সংকট হচ্ছে। এ অবস্থায় বৈদেশিক মুদ্রার জন্য আমরা কার উপর ভরসা করছি? আমাদের গার্মেন্টস শ্রমিক, প্রবাসী শ্রমিকদের উপর। আর সেই শ্রমিকদের মজুরি দিবো না, তাদের কথা শুনবো না, তাদের ট্রেড ইউনিয়ন করতে দেবো না, তাদের সংগঠিত হতে দেবো না। তাহলে তো মন্দা দূর হবে না।

Check Also

আ.লীগ নেতার মারধরে ছাত্রলীগ নেতা হাসপাতালে 

লক্ষ্মীপুরে আওয়ামী লীগ নেতা আবুল কাশেম জিহাদি অনুসারীদের নিয়ে সাবেক ছাত্রলীগ নেতা রাকিব ইমামকে মারধর …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *