Breaking News

মা-বাবাকে জুতাপেটা করা সেই ২ ছেলে গ্রেপ্তার

বরিশালের উজিরপুর উপজেলার হারতা ইউনিয়নের কালবিলা গ্রামে মা-বাবাকে জুতাপেটা করায় দুই ছেলেকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (১৩ নভেম্বর) দিবাগত রাতে তাদের নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন উজিরপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল হাসান।

তিনি জানান, প্রধান অভিযুক্ত দুই ছেলে অমল মণ্ডল ও তার ছোট ভাই শ্যামল মণ্ডলকে রাতেই গ্রেপ্তার করে আজ দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। মামলায় মোট চারজনকে আসামি করা হয়েছে। বাকি দুজনকে গ্রেপ্তারে অভিযান চলছে। বাকি আসামিরা হলেন- মামলার বাদী বিশ্বেশ্বর মণ্ডলের আরেক ছেলে ও পুত্রবধূ।

এজাহারে বাদী উল্লেখ করেন, বড় ছেলে অমল মণ্ডলের স্ত্রী মুক্তা মণ্ডলের সঙ্গে মেজো ও ছোট ছেলে বিমল এবং শ্যামল মণ্ডলের অসামাজিক সর্ম্পক তৈরি হয়। বিষয়টি বাবা বিশ্বেশ্বর মণ্ডল তার বড় ছেলেকে জানালে সে বিশ্বাস না করে ছোট দুই ভাইকে জানিয়ে দেয়। এতে ক্ষিপ্ত হয়ে বিশ্বেশ্বরের ছোট দুই ছেলে তাকে ও তার স্ত্রী সরস্বতী মণ্ডলকে মারধর করে।

এ ঘটনায় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের কাছে অভিযোগ করলে শনিবার (১৩ নভেম্বর) বিকেলে বাবা-মাকে মারধর এবং জুতাপেটা করে বাড়ি থেকে বেড় করে দেন ছেলেরা।

Check Also

কন্যার ছিন্নভিন্ন দেহ কুড়াচ্ছিলেন মা

অনেক সাধনা। দীর্ঘ প্রতীক্ষা। সংসার পাতার আট বছর পর গিয়াস-রাবেয়া দম্পতির ঘরে জ্যোতি ছড়ায় রায়সা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *