Breaking News

ফেসবুকে পোস্টে ‘ঈমানের সঙ্গে মৃত্যু’ চেয়েছিলেন সাবেক ছাত্রলীগ নেতা বিপ্লব

নারায়ণগঞ্জে বুড়িগঙ্গা নদীতে শনিবার (১২ নভেম্বর) অজ্ঞাত একটি মরদেহ পাওয়া যায়। রোববার (১৩ নভেম্বর) ওই মরদেহ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) ছাত্রলীগের সাবেক নেতা দুরন্ত বিপ্লবের বলে শনাক্ত করে তার পরিবার।

রাজনীতির বাইরে বিপ্লবের আরেকটি পরিচয় ছিল। তিনি কৃষিকাজের সঙ্গে যুক্ত ছিলেন। নিখোঁজ হওয়ার দুই দিন আগেও ফেসবুকে কুরআনের অনুবাদ করে পোস্ট দিয়েছিলেন বিপ্লব। তবে গত ১৮ মার্চ ফেসবুকে দেয়া একটি পোস্টকে পিন করে রেখেছিলেন তিনি।

ওই পোস্টে আল্লাহ’র কাছে তিনটি অনুগ্রহ চেয়েছিলেন বিপ্লব। এতে তিনি আল্লাহর কাছে শারীরিক সুস্থতা, ঋণমুক্ত জীবন এবং ঈমানের সঙ্গে মৃত্যু কামনা করেছিলেন।

এর আগে গত সোমবার (৭ নভেম্বর) সন্ধ্যায় কেরানীগঞ্জ থেকে মোহাম্মদপুরে মায়ের বাসায় যাওয়ার পথে নিখোঁজ হন। তার মোবাইল ফোনের সর্বশেষ লোকেশন ছিল কামরাঙ্গীরচরের মুসলিমবাগ এলাকায়। শনিবার (১২ নভেম্বর) সন্ধ্যায় নিখোঁজের পাঁচ দিন পর বিপ্লবের মরদেহ বুড়িগঙ্গা নদী থেকে ভাসমান অবস্থায় উদ্ধার করে নৌ পুলিশ।

প্রসঙ্গত, জাবি’র নাটক ও নাট্যতত্ত্ব বিভাগ থেকে ১৯৯৬ সালে অনার্স শেষ করেছিলেন বিপ্লব। তখন তিনি বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক ছিলেন। বর্তমানে তিনি আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির কৃষি ও সমবায় বিষয়ক উপকমিটির সদস্য। কেরানীগঞ্জে তার কৃষি খামার ছিল।

Check Also

ক্ষমা চাইলেন ডা. মুরাদ

আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে সাধারণ ক্ষমার আবেদন করেছেন সাবেক তথ্য ও …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *