বিএনপি কোনো আনাড়ি দলের সঙ্গে খেলবে না মন্তব্য করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। বলেন, ‘বিএনপি খেলবে বিএনপির মতো করে এবং জনগণকে সঙ্গে নিয়েই খেলবে। জনগণ যেভাবে আন্দোলন চায়, সেইভাবেই আন্দোলন করবে। গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমেই বিএনপি আন্দোলন করবে।’
বুধবার দুপুরে রাজধানীর নয়াপল্টনে ভাসানী মিলনায়তনে এক আলোচনা সভায় এ দাবি করেন।
গয়েশ্বর বলেন, ‘এখন একটা আওয়াজ উঠেছে খেলা হবে। খেলা হবে ভালো কথা। খেলারও কিন্তু নিয়মকানুন আছে। সুতরাং আগে খেলা শিখতে হবে। তারপর খেলতে নামুন।’
বিএনপি এখনও সরকার পতনের আন্দোলনের ডাক দেয়নি মন্তব্য করে গয়েশ্বর বলেন, ‘বিএনপি বলছে, তেলের দাম গ্যাসের দাম বিদ্যুতের দাম কমাতে। এই দাম না কমালে মানুষ যে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যাদি ব্যবহার করে তার বাজারে প্রভাব পড়ে।’
‘আগে কৃষিকাজ নির্ভর ছিল বৃষ্টির উপর। এখন সেচের মাধ্যমে কৃষি কাজ হয়। এতে ডিজেল লাগে। সুতরাং এগুলোর দাম কমাতে হবে। বর্তমানে আমাদের দল এসব বিষয় নিয়েই আন্দোলন করছে।’
১০ ডিসেম্বরের ঢাকার মহাসমাবেশ সফল করতে হলে সরকারের কোনো ধরণের উস্কানিতে পা না দিতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য।
বাংলাদেশ জাতীয়তাবাদী জনতা দলের ১০ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে আলোচনা সভায় সংগঠনটির সভাপতি রায়হানুল ইসলাম রাজ সভাপতিত্বে করেন। সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শফিকের সঞ্চালনায় বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টামণ্ডলীর সদস্য আবদুস সালাম ও বিএনপি কেন্দ্রীয় কমিটির সদস্য আমিনুল ইসলাম প্রমুখ বক্তব্য্র দেন।