মানিকগঞ্জ জেলা পরিষদের নব নির্বাচিত নারী সদস্য এফ এম রিপন আক্তার ফজলুর (রিপন) মাথায় দুধ ঢেলে মানত পালন করেছেন দুই ইউপি সদস্য।
বুধবার (২ নভেম্বর) বিকেলে জেলার হরিরামপুর উপজেলার পদ্মার দুর্গম চর আজিমনগর ইউনিয়নে জনপ্রতিনিধির মাথায় দুধ ঢেলে দেওয়ার এ ঘটনা ঘটে। এসময় উৎসুক মানুষ সেখানে ভিড় জমান।
ওই ইউনিয়নের নারী সদস্য আমেনা বেগম ও আসমা বেগম এ মানত পালন করেন।ইউপি সদস্য আমেনা বেগম জানান, জেলা পরিষদ নির্বাচনে রিপন আক্তার ফজলু বিজয়ী হলে দুধ দিয়ে গোসল করাবো বলে মানত করি। সে মানত পালন করতেই রিপন আক্তারের মাথায় কলসিতে করে দুধ ঢালা হয়। এরপর তিনি নদীতে গোসল করেন।
এর আগে তারা রিপনের গলায় টাকার মালা পরিয়ে বরণ করে নেন।
স্থানীয় বাসিন্দা আব্দুল মান্নান জানান, আমাদের অঞ্চলে কেউ ভালো কিছু করলে তাকে দুধ দিয়ে গোসল করানোর রেওয়াজ আছে। দুধ পবিত্র ও স্বচ্ছতার প্রতীক। হাড্ডাহাড্ডি লড়াইয়ে রিপন আক্তার বিজয়ী হওয়ায় এমন মানত করেছেন দুই ইউপি সদস্য।
এ বিষয়ে রিপন আক্তার জানান, দুই ইউপি সদস্যের করা মানত পূরণ করতেই মাথায় দুধ নিতে হয়েছে। তারা দুজনেই আমার ভোটার ছিলেন। এটা আসলে তাদের ভালোবাসা। তারা আমাকে যে ভালোবাসা দেখিয়েছে তাতে আমি মুগ্ধ। চেষ্টা করবো ভোটারসহ সাধারণ মানুষের পাশে থাকার জন্য।
এর আগে ১৭ অক্টোবর মানিকগঞ্জ জেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে সংরক্ষিত নারী সদস্য হিসাবে রিপন আক্তার নির্বাচিত হন। তার সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করেন আরো দুই নারী।