Breaking News

পাওনা টাকা উদ্ধার নিয়ে আ.লীগ-বিএনপি সংঘর্ষ, আহত ১০

গাইবান্ধার পলাশবাড়িতে পাওনা টাকা তোলা নিয়ে আওয়ামী লীগ ও বিএনপির সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছেন। এর মধ্যে গুরুতর আহতদের শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সোমবার রাত ১০টার দিকে পলাশবাড়ি থানার পরিদর্শক (তদন্ত) দিবাকর অধিকারী বিষয়টি নিশ্চিত করেন।

এর আগে বিকালে পলাশবাড়ি পৌর এলাকার তিনমাথা মোড়ে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন- জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক রবিউল ইসলাম লিয়াকত, ছাত্রদল কর্মী ইমরান, রাকিবসহ আরও কয়েকজন।

স্থানীয়রা জানান, পলাশবাড়ী পৌর এলাকার মেডিকেল মোড়ের ব্যাটারি ব্যবসায়ী ইমরান সরকারের সাথে গাইবান্ধা জেলা শহরের ব্রিজ রোডের ব্যাটারি ব্যবসায়ী অলিউর রহমানের ব্যবসায়িক লেনদেন নিয়ে পাওনা টাকা উদ্ধারের জেরে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

ব্যবসায়ী অলিউর ইমরান সরকারের কাছ থেকে পাওনা টাকা উদ্ধারের জন্য পলাশবাড়ির তাঁতীলীগের সাবেক নেতা শরিফুজ্জামান প্রধান পল্লবের স্মরণাপন্ন হন। অপর পক্ষে ইমরান বিষয়টি সমাধানের জন্য পলাশবাড়ি পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শামিম রেজার কাছে যান। এরপর জেরে টাকা নিয়ে শামিম রেজার সাথে শরিফুজ্জামান পল্লবের মোবাইলে বাকবিতণ্ডাসহ গালিগালাজের ঘটনা ঘটে। পরে রবিবার সন্ধ্যায় শরিফুজ্জামান পল্লবের নেতৃত্বে ৩০/৩৫ জনের একটি গ্রুপ তিনমাথা মোড়ে শামিম রেজাকে বেধড়ক মারপিট করে কোমরের নিচে ছুরিকাঘাত করে। এতে শামিম রেজার অবস্থা বেগতিক হলে তাকে গাইবান্ধা সদর হাসপাতালে ভর্তি করা হয়।

এরই জের ধরে সোমবার বিকালে পলাশবাড়ির সাবেক আওয়ামী লীগ নেতা ও পৌর মেয়র গোলাম সারোয়ার বিপ্লবের নেতৃত্বে আবারও যুবলীগ-তাঁতীলীগসহ ৪০/৫০ জনের একটি গ্রুপ তিনমাথা মোড় এলাকায় ছাত্রদল ও স্বেচ্ছাসেবকদলের কর্মীদের ওপর দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায়। এতে উভয়পক্ষের অন্তত ১০ জন আহত হয়। হামলায় দেশীয় অস্ত্র হাসুয়ার চোটে মাথায়, হাতে ও পায়ে আঘাত পেয়ে গুরুতর আহত হয় অন্তত ৫ জন। পরে আশঙ্কাজনক অবস্থায় শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

পলাশবাড়ি থানার পরিদর্শক (তদন্ত) দিবাকর অধিকারী বলেন, সংঘর্ষের ঘটনায় বিএনপি ও আওয়ামী লীগের উভয় পক্ষ থানায় এজাহার দিয়েছে। ঘটনার তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

Check Also

নারায়ণগঞ্জে মসজিদ থেকে কিশোরের ঝুলন্ত মরদেহ উদ্ধার

নারায়ণগঞ্জের ফতুল্লায় একটি মসজিদ থেকে বিল্লাল হোসেন (১৭) নামের এক কিশোরের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *