আগামী ৪ ডিসেম্বর চট্টগ্রামে শেখ হাসিনার জনসমাবেশে লোক জমায়েত করতে অগ্রিম বিরিয়ানির অর্ডার দিয়ে রেখেছে বলে মন্তব্য করেছেন নগর বিএনপির আহ্বায়ক ডা. শাহাদাত হোসেন।
শনিবার (২৯ অক্টোবর) বিকেলে নগরীর নাসিমন ভবনের বিএনপি কার্যালয়ের চট্টগ্রাম মহানগর, উত্তর ও দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ সমাবেশে তিনি এসব কথা বলেন।
গত বুধবার (২৬ অক্টোবর) দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলের নতুন কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিলে পুলিশের হামলা ও আহ্বায়ক মঞ্জুর আলম তালুকদারসহ ১০ জনকে গ্রেপ্তারের প্রতিবাদে এই সমাবেশের আয়োজন করা হয়
ডা. শাহাদাত হোসেন বলেছেন, ‘আমরাতো খালেদা জিয়া ছাড়া সমাবেশ করেছি। আপনারা শেখ হাসিনা ছাড়া শুধু ওবায়দুল কাদের দিয়ে মিটিং করেন, দেখেন কী পরিমাণ লোক হয়। এখন থেকে খবর পাচ্ছি, সামনের সমাবেশকে ঘিরে আওয়ামী লীগ নাকি বিরিয়ানির দোকানে অর্ডার দিয়ে রাখছে। আমরাতো এসব করি নাই। তারপরও জনসমুদ্রে পরিণত হয়েছে। মানুষ না খেয়ে, রোজা রেখে যে যেভাবে পেরেছে সমাবেশে যোগ দিয়েছে। এর মধ্যেও আসার পথে নেতা-কর্মীদের ওপর হামলা হয়েছে। আমরা দেখতে পাব ৪ ডিসেম্বর বিরিয়ানির প্যাকেট রাস্তায় রাস্তায় পড়ে থাকবে। নারায়ণগঞ্জে তারা একটি সমাবেশ করেছে, চেয়ার আছে লোক নাই।’
তিনি আরও বলেন, ‘জনগণ দেখেছে ১২ অক্টোবর কী পরিমাণ লোক জমায়েত হয়েছে। সকাল ৭টা থেকে পলোগ্রাউন্ড মাঠে মানুষ আসে। লোক এত বেশি ছিল, পলোগ্রাউন্ড মাঠ পূর্ণ হয়ে নিউমার্কেট, সিআরবি, কাজির দেউড়ি পর্যন্ত মানুষের ভিড়ে যাওয়া যাচ্ছিল না।’
অনুষ্ঠানে সভাপতিত্বে করেন চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলে সভাপতি এইচ এম রাশেদ খান এবং পরিচালনা করেন সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন বুলু।