রংপুরে বিভাগীয় সমাবেশে যেতে প্রস্তুত দিনাজপুর বিএনপির ৬০ হাজার নেতাকর্মী। বাস ধর্মঘট থাকলেও বিকল্প উপায়ে তারা রংপুরে যাবেন।
বৃহস্পতিবার (২৭ অক্টোবর) বেলা সাড়ে ১১টায় দিনাজপুর শহরে জেলরোডে অবস্থিত দলীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এতথ্য জানান জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মোফাজ্জল হোসেন দুলাল।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, বিভাগীয় সমাবেশে যোগদান করতে জেলার ১৩ থানার ২২টি ইউনিটের প্রায় ৬০ হাজার নেতাকর্মী প্রস্তুত। বাস, ট্রাক, মোটরসাইকেল ও পরিস্থিতি অনুযায়ী দরকার হলে হেঁটে হলেও তারা সমাবেশে যোগদান করবেন। সমাবেশকে সফল করতে দলীয় নেতাকর্মীরা প্রস্তুত।
তিনি আরও বলেন, অনেকেই আগে থেকে সমাবেশে যোগদান করতে রংপুরে অবস্থান করতে রওয়ানা হয়েছেন। আগামী ২৯ অক্টোবরের বিভাগীয় সমাবেশ আমরা যেকোনো মূল্যে সফল করবো।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন দিনাজপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক বখতিয়ার আহমেদ কচি।
লিখিত বক্তব্যে জানানো হয়, খুলনায় বিএনপির মহাসমাবেশকে ঘিরে সরকার মূলত সান্ধ্য আইন জারি করেছিল। সমাবেশকে বাধাগ্রস্ত করতে সরকারের নির্দেশে আন্তঃজেলা রুটে গণপরিবহন বন্ধ করেছিল। সরকারের নির্দেশে এই ধর্মঘটে মানুষ চরম দুর্ভোগে পড়ে। সমাবেশে যাতে লোকসমাগম না হয় সেজন্য সব চেষ্টাই করে যাচ্ছে এই ফ্যাসিস্ট সরকার।
এ সময় জেলা বিএনপির সহ-সভাপতি মোকাররম হোসেন, সাংগঠনিক সম্পাদক আনিসুর রহমান বাদশা ও আমিরুল ইসলাম মুন্না, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মহিউদ্দিন মণ্ডল বকুল, সাংগঠনিক সম্পাদক আব্দুল কাইয়ুম প্রমুখ উপস্থিত ছিলেন।