আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, কয়েকটা সমাবেশ করে বিএনপি ভাবতেছে তারা ক্ষমতায় এসে গেছে। ক্ষমতা এতো সহজ নয়। বিএনপিকে উদ্দেশ্য করে বলেন, খেলা হবে, ডিসেম্বরে বুঝিয়ে দেব। ডিসেম্বরে সমুদ্রের গর্জন দেখবে বিএনপি।
বুধবার (২৬ অক্টোবর) দুপুরে খিলগাঁও থানা আওয়ামী লীগের সম্মেলনে তিনি এসব কথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, বিএনপি সমাবেশের নামে মানুষের ঢলের কথা বলে, কিন্তু ডিসেম্বরে মানুষের গর্জন শুনতে পাবে। তত্ত্বাবধায়ক সরকার আর আসবে না সেই চিন্তা করে লাভ নেই বলেও জানান তিনি
তিনি বলেন, বিএনপির লজ্জা নেই, তাই তারা বিভিন্ন দূতাবাসে গিয়ে শুধু দেশের বিরুদ্ধে নালিশ করে। বিএনপি মনে করে ভারত আমেরিকা তাদের ক্ষমতায় বসিয়ে দিবে
বিএনপি চলে লন্ডনের কথায়; ওখান থেকে অর্ডার দেয়, ফরমায়েশ করে আর ফখরুল এখানে নাচে; যেমনি নাচাও তেমনি নাচে, পুতুলেরই মতো। পুতুলের আর কি দোষ। তাদের নেতাকে, বিএনপির আন্দোলনের নেতাকে, নির্বাচনের নেতাকে।