ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাব সোমবার (২৪ অক্টোবর) ভোররাত থেকে দেশের বিভিন্ন এলাকায় বৃষ্টিপাত শুরু হয়েছে। রাজধানীতে ভোর থেকে চলছে বৃষ্টি। এরই মধ্যে নগরীর বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা দেখা দিয়েছে। এমনকি প্রধান প্রধান এলাকা ও অফিসপাড়াও ছিলো পানিবন্দী।
সোমবার রাজধানীতে দিনের শুরু থেকেই ভোগান্তিতে পড়েন সর্বস্তরের মানুষ। যানবাহন ছিল কম। মোড়ে মোড়ে জলাবদ্ধতা থাকায় ছিল যানজটও। রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় এলাকা পুরোটাই পানিতে তলিয়ে ছিল। সন্ধ্যার পর সরেজমিনে দেখা যায় বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মহাসড়ক পানির নিচে তলিয়ে আছে।
এদিকে ঘূর্ণিঝড় সিত্রাং শক্তি সঞ্চয় করে বাংলাদেশের উপকূলের দিকে ধেয়ে আসছে। সোমবার মধ্যরাতের পর আছড়ে পড়তে পারে ঝড়টি। সরকার ঘূর্ণিঝড়ের প্রস্তুতি স্বরূপ আশ্রয়কেন্দ্র, শুকনো খাবার, স্থানীয়দের সরিয়ে নেওয়া মতো গুরুত্বপূর্ণ সকল কার্যক্রম সম্পাদন করেছে। উপকূলীয় অঞ্চলে ৭ নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে।