কুমিল্লা দেবীদ্বারে নবনির্বাচিত পৌর বিএনপির পরিচিতি ও মতবিনিময় সভায় বিএনপির অপর পক্ষের হামলা ভাংচুরের ঘটনা ঘটেছে। এই ঘটনায় অন্তত ১০ জন নেতা-কর্মী আহত হওয়ার খবর পাওয়া গেছে।
শুক্রবার রাতে দেবীদ্বার পৌর এলাকার মরিচাকান্দা গ্রামের সরকার বাড়িতে এ ঘটনা ঘটে।
বিএনপি দলীয় নেতা-কর্মীরা জানান, সাবেক বিএনপি নেতা জিএস হোসেন সরকারের মরিচাকান্দা গ্রামের বাড়ির উঠানে পূর্ব ঘোষণা অনুযায়ী বিএনপি কুমিল্লা উত্তর জেলা সদস্য সচিব এএফএম তারেক মূন্সীর সমর্থকরা নবনির্বাচিত দেবীদ্বার পৌর আহবায়ক কমিটির পরিচিতির লক্ষ্যে ১নং ওয়ার্ডের মরিচাকান্দা ও রাজেখাচর গ্রামের নেতাকর্মীদের নিয়ে মতবিনিময় সভা চলাকালে বিএনপি মঞ্জু মূন্সীর সমর্থকরা অতর্কিত সশস্ত্র হামলা চালিয়ে মঞ্চ, চেয়ার, টেবিল ভাংচুর করে। এসময় তাদের হামলায় অন্তত ১০ জন নেতা-কর্মীকে আহত হয়।
ওই সভার প্রধান অতিথি বিএনপি পৌর আহবায়ক কমিটির আহবায়ক ভিপি মাহফুজুর রহমান সরকার বলেন, সভায় স্থানীয় বিএনপি নেতা মোখলেসুর রহমান সরকারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় নবনির্বাচিত পৌর আহবায় কমিটির সদস্যদের পরিচিতি শেষে আমি শুভেচ্ছা বক্তব্য দানকালে হঠাৎ ১৫/২০ জন মুখোশধারী সশস্ত্র সন্ত্রাসী কিরিচ, রামদা, লাঠি-সোটা নিয়ে আমাদের উপর অতর্কিত হামলা চালায়। এ হামলায় অন্তত ১০ জন নেতাকর্মী আহত হন। এ সময় ২০/২৫টি চেয়ার ও মঞ্চের টেবিল ভাংচুর এবং সভার শহীদ জিয়া ও দেশ নেত্রী বেগম খালেদা জিয়া ছবি সম্বলিত ব্যানার ছিঁড়ে ফেলে দেয়।
এসময় গ্রামবাসীরা প্রাণভয়ে দ্বিগবিদ্বিক পালিয়ে প্রাণ রক্ষা করে। আহতদের মধ্যে বিএনপি পৌর কমিটির সদস্য সচিব আব্দুল আলিম পাঠান, মো. আলাউদ্দিন সরকার, মো. তৈয়ব আলী সরকার, মোবারক হোসেন, সাইফুল ইসলামসহ ১০ জন রয়েছেন।
এ ঘটনায় শুক্রবার রাত ১১টায় দেবীদ্বার সরকার বাড়ির মৃত আবদুল খালেকের ছেলে আহত মো. আলাউদ্দিন সরকার বাদী হয়ে এজাহার নামীয় তিনজন আব্দুর রহিম, তাজুল ইসলাম, সাইফুল ইসলামসহসহ অজ্ঞাত আরো ২০-২৫ জনকে আসামি করে দেবীদ্বার থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
বিএনপি নেতা মাহফুজ ওই হামলার ঘটনায় দেবীদ্বার নির্বাচনী এলাকা থেকে ৪ বারের নির্বাচিত বিএনপির সাবেক দলীয় সংসদ সদস্য ও বিএনপি কুমিল্লা (উঃ) জেলা সাবেক সভাপতি ইঞ্জিনিয়ার মঞ্জুরুল আহসান মূন্সীর সমর্থকদের দায়ী করেন।
তিনি বলেন, ওই ঘটনায় আমরা মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছি। উর্ধ্বতন নেতাদের সঙ্গে কথা বলে প্রতিবাদ সভারও আয়োজন করছি।
অপরদিকে সাবেক বিএনপি দলীয় সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মঞ্জুরুল আহসান মূন্সীর সমর্থক বিএনপি দলীয় স্থানীয় নেতা আব্দুল আলীম জানান, বিএনপি তারেক মূন্সীর সমর্থকরা এখানে সভা করছেন এ বিষয়ে আমরা কেউ জানতাম না। ঘটনার পর শুনতে পাই এখানে হামলা ভাংচুর হয়েছে। বিএনপি নেতা ইঞ্জিনিয়ার মঞ্জুরুল আহসান মূন্সীর কোন সমর্থকও এখানে ছিলেন না হামলাও করেননি। কে বা কারা হামলা করেছে তাও আমরা জানিনা। ওই হামলার দায় আমাদের ওপর চাপাতে প্রতিপক্ষ উদ্দেশ্যমূলকভাবে প্রচার করছে। উপরন্ত তারেক মূন্সীর সমর্থকরা মঞ্জু মূন্সী সমর্থক সাবেক ছাত্রদল সাধারণ সম্পাদক রবিউল ইসলাম সাইফুলের দোকান ভাংচুর করেছে।
এ ব্যাপারে দেবীদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কমল কৃষ্ণ ধর জানান, আমি থানার বাহিরে আছি, বিএনপি দুই গ্রুপের হামলার ঘটনায় এখনো থানায় কেউ মামলা বা অভিযোগ করেছে কিনা তা জানিনা। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেব।