বরিশালে বিএনপির অনুষ্ঠিতব্য বিভাগীয় গণসমাবেশে জাতীয় ও দলীয় পতাকার সঙ্গে বাঁশ বেঁধে নিয়ে আসার নির্দেশনা দিয়েছেন দলের নেতারা। একই সঙ্গে সমাবেশে সরকার বা আওয়ামী লীগের নেতারা কোনো প্রতিবন্ধকতা সৃষ্টি করার চেষ্টা করলে সেটি কঠোরভাবে দমন করার হুঁশিয়ারি দেন তাঁরা।
নেতাকর্মীদের নামে মিথ্যা মামলা দায়ের, গ্রেপ্তার ও জামিন বাতিল করে কারাগারে পাঠানোর প্রতিবাদে বৃহস্পতিবার অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে এসব কথা বলেন বিএনপি নেতারা।
এ সময় তাঁরা আরও বলেন, চট্টগ্রাম ও ময়মনসিংহের গণসমাবেশে লাখ লাখ মানুষের উপস্থিতি দেখে সরকার দিশেহারা হয়ে পড়েছে। যানবাহন চলাচল বন্ধ করে দিয়েও মানুষের স্রোত থামাতে পারছেন না। তাই মিথ্যা মামলা দিয়ে বিএনপির হাজার হাজার নেতাকর্মীকে কারাগারে পাঠানো হচ্ছে।
মহানগর বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান ফারুকের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন সদস্য সচিব জাহিদুল কবির, সিনিয়র যুগ্ম- আহ্বায়ক আলী হায়দার, যুগ্ম-আহ্বায়ক আলতাফ মাহমুদ, হাবিবুর রহমান, যুবদল নেতা আক্তারুজ্জামান শামীম, ছাত্রদল নেতা হুমায়ন কবিরসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারা।